স্পোর্টস ডেস্কঃ আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এই আসরে সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন ভবিষ্যদ্বাণী করেছেন ‘স্টার স্পোর্টস’-এর সঙ্গে আলাপচারিতায়। ২০০৭ ও ২০১৫ বিশ্বকাপ জেতা এই সাবেক ক্রিকেটার প্রত্যাশিতভাবেই নিজ দেশকে ফেবারিটের তালিকায় রেখেছেন।
ওয়াটসনের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ইংলিশদের হাত ধরে সাদা বলের ক্রিকেটে পুনরুত্থান হয়েছে। আক্রমণাত্মক খেলার ধরন ও স্কোয়াডে জেতানোর মতো খেলোয়াড়ে পরিপূর্ণ থাকায় দলটি ফেবারিটের তালিকায় রেখেছেন তিনি। ফেবারিটের তালিকায় তিনি রেখেছেন ভারতকেও। ঘরের মাঠে সমর্থকেরা রোহিত শর্মার দলের জন্য বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মত ৪২ বছর বয়সী সাবেক অলরাউন্ডারের।
সেমিফাইনাল নিয়ে ওয়াটসন বলেন, ‘অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও পাকিস্তান সেমিফাইনালে খেলবে বলে মনে হচ্ছে। আমার মনে হয় তারা খুব ভালো ভারসাম্যপূর্ণ দল।’ এদিকে সেমিফাইনালে খেলা সম্ভাব্য চার দলের নাম বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং। তারকা এই অলরাউন্ডার ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক। এবারের আসরে যুবরাজ মনে করেন অস্ট্রেলিয়া ও ভারত অবশ্যই সেমিফাইনালে খেলবে। সেই সঙ্গে ইংল্যান্ড, নিউজিল্যান্ডের সঙ্গে দক্ষিণ আফ্রিকারও সেমিফাইনালে খেলার সুযোগ আছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post