স্পোর্টস ডেস্কঃ ভারতের বিপক্ষে দিল্লিতে সিরিজের দ্বিতীয় টেস্টের পরই দেশে ফিরে যান অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। পারিবারিক অসুস্থাই যার মূল কারণ। মূলত প্যাট কামিন্সের মা দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থা ভালো ছিল না। সিডনিতে তাই মায়ের পাশে থাকতেই সিরিজ ছেড়ে গিয়েছিলেন কামিন্স।
সেই মা শেষ পর্যন্ত হার মেনেছেন জীবনের লড়াইয়ে। কামিন্সের মা না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট চলাকালীন। কামিন্সের পরিবর্তে সিরিজের শেষ দুই টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন স্টিভেন স্মিথ। সেই স্মিথই এবার ওয়ানডেতে নেতৃত্ব দেবেন অজিদের।
মায়ের প্রয়াণে ভারতে আর আসছেন না কামিন্স। পরিবারের সাথেই থেকে যাচ্ছেন। আর তাই ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না এই তারকা পেসার। যার ফলে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে স্মিথের হাতে। বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়া দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
গেল বছর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন অ্যারন ফিঞ্চ। এরপরই দলের নেতৃত্ব তুলে দেওয়া হয় কামিন্সের হাতে। একদিনের ক্রিকেটে নেতৃত্ব পাওয়ার পর থেকে দুই ম্যাচে মাত্র খেলেছেন তিনি।
কামিন্সকে হারানো বড় দুঃসংবাদই অস্ট্রেলিয়ার জন্য। কেননা সিরিজে ইতিমধ্যেই খেলা হচ্ছে না আরও দুই তারকা পেসার জস হ্যাজলেউড ও ঝাই রিচার্ডসনের। এর মধ্যে শুধুমাত্র রিচার্ডসনের জায়গায় দলে নেওয়া হয়েছে নাথান এলিসকে।
আগামী ১৭ মার্চ মুম্বাইয়ের বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। এরপর ১৯ মার্চ বিশাখাপত্তম ও ২২ মার্চ চেন্নাইয়ে সিরিজের বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে।
ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল
স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রেভিস হেড, জস ইংলিশ, মার্নাস ল্যাবুশানে, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টোয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post