স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে জস বাটলারকে পাওয়া নিয়ে শঙ্কা ছিল আগে থেকে। শেষ পর্যন্ত ছিটকেই গেলেন ইংল্যান্ড অধিনায়ক। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক।
২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ড দলের অধিনায়ক ছিলেন ব্রুক। টি-টোয়েন্টি ব্ল্যাস্ট ও দ্য হানড্রেডে কয়েকটি ম্যাচে অধিনায়কত্বও করেছেন ২৫ বছর বয়সী এই ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে সহ–অধিনায়কও ছিলেন ব্রুক।
এদিকে নতুন অধিনায়ক ব্রুক প্রসঙ্গে স্কাই স্পোর্টসে বাটলার বলেন, ‘অধিনায়ক হিসেবে নিজেকে চেনানোর বড় সুযোগ ব্রুকির। সে অনেকটাই নির্ভার প্রকৃতির মানুষ, তবে আমি মনে করি তার সবকিছুই ঠিক আছে। এ (ক্রিকেট) নিয়ে তার চিন্তাভাবনা খুব গোছাল। আমি নিশ্চিত সে নিজের মতো করেই সবকিছু করবে।’
ব্রুকের নেতৃত্বের আগামী বৃহস্পতিবার প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। সিরিজের বাকি চার ম্যাচ ২১, ২৪, ২৭ ও ২৯ সেপ্টেম্বর। এদিকে চোটের কারণে ছিটকে যাওয়া বাটলার নভেম্বরের উইন্ডিজ সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশা করছেন। আর তাঁর চোট লিয়াম লিভিংস্টোনের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত খেলে এই অলরাউন্ডার জায়গা করে নিলেন ওয়ানডে দলেও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০