ওয়ানডেতে দ্রুততম ১৩ হাজার রানের রেকর্ড কোহলির

0
25

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়লেন বিরাট কোহলি। দ্রুত ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ভারতীয় এই তারকা। পাকিস্তানের বিপক্ষে আজ এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে দারুণ এক সেঞ্চুরি করেছেন ডানহাতি এই ব্যাটার।

রেকর্ড সেঞ্চুরি হাঁকানোর পথে কোহলি পেছনে ফেলেছেন স্বদেশী ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকারকে। ২৬৭ ইনিংস খেলে ১৩ হাজার রানের রেকর্ড গড়েন কোহলি। এর আগে ৩২১ ইনিংসে ১৩ হাজার রানের মাইলফলকে পৌঁছেছিলেন কিংবদন্তি শচীন। আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ১৩ হাজারের ক্লাব থেকে ৯৮ রান দূরে থেকে ব্যাটিং করতে নামেন কোহলি।

পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের ৪৭তম সেঞ্চুরি তুলেই দ্রুততম ১৩ হাজার রানের রেকর্ড স্পর্শ করেন কোহলি। শেষ পর্যন্ত আজ ৯৪ বলে ১২২ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। ৬টি চার ও ৪টি ছক্কা মেরেছেন তিনি। এদিকে ওয়ানডেতে এর আগে ১৩ হাজারি ক্লাবে নাম উঠেছে রিকি পন্টিং (৩৪২ ইনিংস), কুমার সাঙ্গাকারা (৩৬৩ ইনিংস) ও সনাৎ জয়সুরিয়ার (৪১৬ ইনিংস)।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here