স্পোর্টস ডেস্ক:: আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা তামিম ইকবাল ফেরাতে সব চেষ্টাই করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তামিম ইকবাল জানিয়েছেন, ফিটনেস আর বয়স বিবেচনায় তিনি টেস্ট খেলবেন না। ওয়ানডেও খেলার খুব একটা ইচ্ছে নেই।
তবে বোর্ড চাইছে, তামিম যেনো ওয়ানডেতে ফিরেন। সেই ফেরার পথ ঠিক করতে খাঁন পরিবারের এই ক্রিকেটারের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন ক্রিকেট বোর্ডের কর্তারা, জাতীয় দলের অধিনায়কও।
সবশেষ সোমবার মিরপুরের হোম অব ক্রিকেটে তামিমের সঙ্গে বৈঠক করেছেন ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এদিন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের সঙ্গেও কথা হয়েছে তামিমের। তবে দু’জনেই আনুষ্ঠানিক বৈঠকের কথা স্বীকার করেননি। নাজমুল জানিয়েছেন, সিনিয়র এই ক্রিকেটারের সঙ্গে তার আড্ডা হয়েছে, সামান্য আলাপ হয়েছে। ক্রিকেট বিভাগের প্রধান মোহাম্মদ জালাল ইউনুস জানিয়েছেন, সৌজন্য সাক্ষাত করেছেন তামিম।
তবে ভেতরের খবর, ওয়ানডেতে তামিমকে ফেরাতেই এমন উদ্যোগ। এদিকে ২২ এপ্রিল ঢাকায় ফিরতে পারেন জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। ফেরার পর তাঁকেও বসতে হবে তামিম ইকবালের সঙ্গে। এরপরই হয়তো ফেরার সিদ্ধান্ত নিতে পারেন এই ড্যাশিং ওপেনার।
টিক কি কারণে তামিম জাতীয় দলে নেই সেটা বেশ অস্পষ্টতা আছে। কোচের সঙ্গে মতবিরোধ থেকে শুরু করে জুনিয়র ক্রিকেটারদের সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছে এই ক্রিকেটারের। যথাযথ সম্মান তিনি পাচ্ছেন না এমন অভিযোগ। বিসিবি চাইছে সব কিছু ঠিকঠাক করে তামিমের ফেরার ঘোষণা দিতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post