নিজস্ব প্রতিবেদকঃ ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে একটা শিরোপা এনে দেওয়ার স্বপ্ন দেখেন নাজমুল হোসেন শান্ত। তিন ফরম্যাটে বাংলাদেশের অধিনায়কত্ব পাওয়ার পর আগামীকাল শুরু হচ্ছে তাঁর নতুন যাত্রা। আর নতুন পথের শুরুতে তিনি পরীক্ষায় বসছেন শ্রীলঙ্কার বিপক্ষে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।
সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে আজ (রোববার) শান্ত জানান, ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশকে একটি শিরোপা এনে দিতে চান তিনি। শান্ত বলেন, ‘ওয়ানডে তো আমরা ভালো করছি। তবে দল হিসেবে বড় কোনো টুর্নামেন্টে আমরা পারিনি। এই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাব যে আমরা কীভাবে বড় টুর্নামেন্টে ভালো করতে পারি বা দেশের জন্য একটা ট্রফি নিয়ে আসতে পারি।’
এদিকে দেশকে তিন সংস্করণে নেতৃত্ব দেওয়ার গর্বের অনুভূতিটাও শান্ত কথায় বোঝা যাচ্ছিল। তিন সংস্করণে অধিনায়কত্ব প্রসঙ্গে শান্ত বলেন, ‘বিষয়টা অনেক আনন্দের। এটা আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক গর্বের। প্রত্যেক ক্রিকেটারেরই স্বপ্ন থাকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। ওই সুযোগটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে দিয়েছে। তাদের ধন্যবাদ জানাই। খুবই আনন্দিত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post