ওয়ানডের অধিনায়কত্বে সাকিবের বিকল্প কেউ নেই

0
100

স্পোর্টস ডেস্ক:: ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের বিপক্ষ কেউ নেই। অভিজ্ঞ ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিমের মতে নেতৃত্বগুণে সাকিবের ধারে কাছেও কেউ নেই। অলরাউন্ডারকেই তিনি অধিনায়ক হিসেবে দেখতে চান।

তামিম ইকবাল ওয়ানডে নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর থেকেই নতুন অধিনায়ক নিয়ে নানা গুঞ্জন। সাকিব-মুশফিক নেতৃত্ব নিতে চান না এমন খবরও এসেছে গণমাধ্যমে। এই দুই সিনিয়র ক্রিকেটার নেতৃত্ব নিতে না চাইলে অধিনায়ক নির্বাচনে জঠীলতায় পড়তে হবে বোর্ডকে।

তবে অনেকেরই চাওয়া সাকিবের আগ্রাসী নেতৃত্ব। নেতৃত্বে সাকিব সবার চেয়ে এগিয়ে জানিয়ে কোচ নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, দলের সেরা সাফল্যের জন্য সাকিবের বিকল্প নেই। যোগ্যতায় সাকিবের ধারে-কাছেও কেউ নেই।

বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেট কোচ বলেন, অধিনায়কত্বটা যদি এমন হয় যে একটা দলের যেকোনো একজনকে দেয়া যাবে, তাহলে যে কাউকে দেয়া যায়। তবে অধিনায়কত্বটা যদি এমন হয় যে, দলকে সে সবচাইতে ভালোভাবে পরিচালনা করবে এবং দলের সবচেয়ে ভালো রেজাল্টটা নিয়ে আসতে পারবে তাহলে সেই ভূমিকায় সাকিব আল হাসান ছাড়া অন্য কেউ আসবে না।

তিনি আরও বলেন, আমার কাছে মনে হয় অধিনায়কের জন্য বেস্ট চয়েজ সাকিব আল হাসান। আমার মতে, এখানে তুলনা করার সুযোগ নেই অন্য কারো সাথে। আমরা যদি ভালো রেজাল্ট পেতে চাই তাহলে আমাদের কাছে বিকল্প অন্যকিছু নাই সাকিবকে অধিনায়কত্ব দেয়া ছাড়া। সাকিব যদি অধিনায়ক না হয় তাহলে হয়তো আমরা অন্যকিছু ভাবতে পারি। কিন্তু এর বাইরে আমাদের চেষ্টা করা উচিত যাতে ও (সাকিব আল হাসান) যেন অধিনায়কের দায়িত্ব নেয়।

সাকিব অধিনায়ক হলে বাড়তি পারফরম্যান্স আশা করা যাবে জানিয়ে এই কোচ বলেন, আমার ধারণা, ক্রিকেটে অধিনায়কের রোল প্লে করা খুব বড়, এবং সাকিব টি-টোয়েন্টিতে দেখিয়েছে ওর যোগ্যতা কতটুকু এবং আমি বিশ্বাস করি যে, এই দলটার (ওয়ানডে দল) ও যদি দায়িত্ব নেয় তাহলে আমার মনে হয়, দলটার হয়তো বাড়তি কিছু পারফরমেন্স ওর কাছ থেকে আমরা আশা করতে পারবো শুধু ওর অধিনায়কত্বের কারণে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/00

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here