স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে প্রথমবারের মতো ম্যাচ সেরার পুরস্কার জিতলেন দক্ষিণ আফ্রিকার হেইনরিখ ক্লাসেন। শনিবার ইংল্যান্ডের বিপক্ষে এই বিস্ফোরক ব্যাটার হাঁকান ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। মুম্বাইয়ে মাত্র ৬২ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন ক্লাসেন। সাজঘরে ফেরার আগে খেলেছেন ৬৭ বলে ১০৯ রানের অনবদ্য এক ইনিংস।
দুর্দান্ত ইনিংসে প্রত্যাশিতভাবেই ম্যাচ সেরার পুরস্কার জিতলেন ক্লাসেন। আগে ব্যাট করে ৪০০ রানের লক্ষ্য দিয়ে গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ২২ ওভারে স্রেফ ১৭০ রানেই থামিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে প্রোটিয়া বোলারদের তোপে শুরুতেই বড় বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। ৩৮ রানে ৪টি আর ৮৪ রানে ৭ উইকেট হারানোর পর ইংলিশদের পরাজয় নিশ্চিত হয়ে যায়।
শেষ পর্যন্ত ২২ ওভারেই গুটিয়ে যায় ইংলিশরা। এদিন ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকসরা। শেষদিকে দুই পেসার অ্যাটকিনসনের ৩৫ ও মার্ক উডের ৪৩ রান কেবলই পরাজয়ের ব্যবধান কমিয়েছে। দক্ষিণ আফ্রিকার গেরাল্ট কোয়েতজি ৩টি, লুঙ্গি এনগিদি আর মার্কো জানসেন নেন দুটি করে উইকেট।
ম্যাচসেরার পুরস্কার উঠেছে ক্লাসেনের হাতে। সেই পুরস্কার নিতে এসে তিনি এই ইনিংসটিকে তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা বলেছেন। প্রোটিয়া এই ব্যাটার বলেন, ‘আমি আজ ভালো মারছিলাম। এটাকে আমার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস বলতেই হয়।’
Discussion about this post