ওয়ানডে অধিনায়কত্ব ছাড়লেন তামিম

0
104

নিজস্ব প্রতিবেদকঃ ওয়ানডে অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেছেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠকের পর নিজের এই সিদ্ধান্ত জানিয়েছেন এই বাঁহাতি তারকা।

মূলত নিজের ফিটনেস ইস্যুতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তামিম। কখন, কোন ম্যাচ খেলতে পারবেন, সেটি নিয়ে নিশ্চয়তা থাকছে না। যেটি দলে প্রভাব পড়তে পারে। আর তাই নিজে থেকে সরে দাঁড়িয়েছেন এই ড্যাশিং ওপেনার। তবে খেলা চালিয়ে যাবেন।

অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত তামিম আজই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। তার সাথে বৈঠকের পরই সিদ্ধান্তটি সকলের সামনে জানিয়েছেন তামিম।

গণমাধ্যমকে তামিম বলেন, ‘আজকে আমার গুরুত্বপূর্ণ মিটিং ছিল জালাল ভাই এবং বোর্ড সভাপতি পাপন ভাইয়ের সাথে। আমরা অনেক কিছু আলোচনা করেছি। আমার কি সমস্যা ছিল, কি হবে, সবকিছু নিয়ে।’

‘আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি নিজে থেকে উনাদেরকে বলেছি, পদত্যাগ পত্রও দিয়েছি যে, আজ থেকে আমি ওয়ানডে দলের অধিনায়ক থেকে সরে দাঁড়াচ্ছি।’ যোগ করেন তামিম।

বাংলাদেশের ক্রিকেটে কিছুদিন আগে হুট করে ঝড় বয়ে যায়। আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলাকালীন সবাইকে অবাক করে দিয়ে প্রথম ম্যাচের পরদিনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তামিম ইকবাল।

তবে নাটকীয়ভাবে একদিন পরই আবার অবসর সিদ্ধান্ত তুলে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে। পরবর্তীতে দেড় মাসের বিশ্রামে যান তামিম। পুরোপুরি ফিট হতে ইংল্যান্ডে চিকিৎসা করাতে যান বাঁহাতি এই ড্যাশিং ওপেনার। সেই চিকিৎসা শেষে গেল সোমবার দেশে ফিরেন তামিম ইকবাল। এরপরই বিসিবির সাথে বৈঠকে নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here