ওয়ানডে অভিষেকের দিনে হাসপাতালে স্বর্ণা

0
82

নিজস্ব প্রতিবেদকঃ ভারতের বিপক্ষের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ নারী দল। এই ম্যাচে আগে ব্যাট করে সুবিধা করতে পারেনি টাইগ্রেসরা। বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ৪৪ ওভারে। এর মধ্যে ৪৩ ওভারে মাত্র ১৫২ রানেই গুঁটিয়ে যায় স্বাগতিকরা।

মিরপুরের হোম অব ক্রিকেটে এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় স্বর্ণা আক্তার। তবে একাদশে নাম থাকলেও খেলতে পারেননি তিনি। ব্যাটিং করতে দেখা যায়নি। অনুপস্থিতজনিত আউট দেখানো হয়েছে। এছাড়া পরবর্তীতে ফিল্ডিংয়েও নামেননি তিনি।

এর কারণ জানা যায় পরবর্তীতে। ওয়ানডে অভিষেকের দিনে হুট করেই অসুস্থ হয়ে পড়েন স্বর্ণা। জানা গেছে হুট করে এপেন্ডিসাইটিসের ব্যাথা ওঠলে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় দ্রুত। এখন চিকিৎসাধীন আছেন তিনি। যার জন্যই মূলত খেলতে পারেননি। ওয়ানডে অভিষেকের দিনে হাসপাতালে ছুটতে হয়েছে।

এদিকে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা এদিন হতাশাময় ব্যাটিং উপহার দিয়েছেন। দলীয় ১৪ রানের মাথায় দুই ওপেনার শারমিন আক্তার (০) ও মুর্শিদা খাতুন (১৩) আউট হন। এরপর তৃতীয় উইকেটে ৪৯ রানের জুটি গড়েন ফারজানা হক ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে এই জুটি ভাঙার পরই বিপাকে পড়ে বাংলাদেশ।

এরপর ধীর গতির ছোট ছোট জূটির পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগ্রেসরা। শেষ পর্যন্ত কোনোমতে দলীয় দেড়শ রান পান করেই অলআউট হয়ে পড়ে বাংলাদেশ দল। দলের পক্ষে ৬৪ বলে ৩ বাউন্ডারিতে সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক জ্যোতি। ফারজানা হকের ব্যাট থেকে ২৭ রান আসে। এর বাইরে আর কেউ তেমন বলার মতো রান করতে পারেননি।

ভারতের হয়ে অমনজত কৌর একাই ৪ উইকেট শিকার করেন। দেবিকা বৈদ্য ২টি উইকেট লাভ করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here