স্পোর্টস ডেস্কঃ হাশিম আমলার রেকর্ড ছাড়িয়ে ১০০ ইনিংস শেষে ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বেশি রান এখন পাকিস্তানের বাবর আজমের। গতরাতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে তিনি ৫৩ রান করেন। ৬ চারে ৬৬ বলে এই ৫৩ রান করেন পাকিস্তান দলপতি। এই ইনিংস খেলার পথে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন বাবর।
৫৩ রান করার পর বাবরের ক্যারিয়ার রান ৫ হাজার ১৪২। ১০০ ইনিংস শেষে ওয়ানডে ইতিহাসে কোনো ব্যাটসম্যানের সবচেয়ে বেশি রানের রেকর্ড এটি। ছাড়িয়ে গেছেন হাশিম আমলা, ভিভ রিচার্ডসদের। এই রেকর্ডে আমলার সংগ্রহ ৪৯৪৬ রান। রিচার্ডস রয়েছেন তিনে। তিনি ১০০ ইনিংসে ৪৬০৭ রান করেছিলেন।
আধুনিক ক্রিকেটে বাবরের প্রতিদ্বন্দ্বী হিসেবে যাকে ধরা হয়, সেই বিরাট কোহলি এ রেকর্ডে বাবরের আশপাশেই নেই। ১০০ ইনিংস খেলার পর তাঁর রান ছিল ৪২৩০। ১০০ ইনিংস শেষে উইন্ডিজের শই হোপের রান ছিল ৪ হাজার ৪৩৬ ও ইংল্যান্ডের জো রুটের রান ছিল ৪ হাজার ৪২৮। এদিকে ১০০ ইনিংসে ৫০০০ রান করতে বাবর ১৮ সেঞ্চুরি এবং ২৭ হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post