স্পোর্টস ডেস্কঃ বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দৌরাত্ম্য ওয়ানডে ক্রিকেটের জনপ্রিয়তাকে কমিয়ে দিয়েছে অনেকাংশেই। সারা দিন নিয়ে হওয়া এই ক্রিকেট প্রাণ হারাচ্ছে। বিশেষ করে বড় ক্রিকেট খেলুড়ে দেশগুলোতে ওয়ানডে ক্রিকেট কার্যকারীতা হারাচ্ছে।
আর এর জন্য ওয়ানডে ক্রিকেট কমিয়ে আনার প্রস্তাব দিয়েছে ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা মেরিলেবন ক্রিকেট ক্লাব (এমসিসি)। শুধুমাত্র কমিয়ে আনাই নয়, ২০২৭ সালের পর থেকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ না রাখার সুপারিশও করেছে এমসিসি।
শুধুমাত্র বিশ্বকাপের আগের বছরে দ্বিপাক্ষিক আয়োজন করা যেতে পারে। এতে করে ওয়ানডে ক্রিকেটের জনপ্রিয়তাকে ধরে রাখা যাবে। ম্যাচের সংখ্যা কমে আসলে ওয়ানডে ক্রিকেটের মান ধরে রাখা যাবে বলে মনে করে এমসিসি।
এই প্রসঙ্গে এমসিসি তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের সংখ্য়া কমলে, তার মান আরও বাড়বে। দ্বিপাক্ষিক সিরিজে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট সরিয়ে দেওয়া যেতে পারে। প্রতিটি বিশ্বকাপের এক বছর আগে থেকে আন্তর্জাতিক ওয়ানডে সিরিজ করা যেতে পারে। এতে ক্রিকেট ক্যালেন্ডারে জায়গা তৈরি হবে। যেটা কার্যকরী ভাবে কাজে লাগানো যাবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা