ওয়ানডে ক্যারিয়ারে হৃদয়ের পঞ্চম ফিফটি

0
4

স্পোর্টস ডেস্কঃ অভিষেকের পর উজ্জ্বল তাওহিদ হৃদয়। মিডল অর্ডারে দলের ভরসার নাম হয়ে উঠছেন ডানহাতি ব্যাটার। যদিও চলতি এশিয়া কাপে তাঁর শুরুটা ভালো ছিল না। তবে ছন্দে ফিরতে সময় নিলেন না যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।

শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন ৮২ রানের ইনিংস। আজ ভারতের বিপক্ষে পেলেন আরেকটি ফিফটি। সেটিও বেশ চাপের মুখে ব্যাটিং করে। ওয়ানডেতে ১৩তম ইনিংসে পঞ্চম ফিফটি এটি হৃদয়ের। সাকিব ফিরে যাওয়ার পর ৭৭ বলে ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নিলেন তিনি।

অবশ্য ক্যারিয়ারের পঞ্চম ফিফটির পর পরই ফিরে যান হৃদয়। মোহাম্মদ শামির ওভারে পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ তুলে দেন তিনি।  ৮১ বলে ৫৪ রানে থামে তার ইনিংস। ১৯৩ রানে সপ্তম উইকেট হারিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, এনামুল হক বিজয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।

ভারত একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, লোকেশ রাহুল, ইশান কিষান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি ও প্রসিদ্ধ কৃঞ্চা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here