স্পোর্টস ডেস্ক:: ক্রিকেট বিশ্বে ওয়ানডে বিশ্বকাপই সেরা। ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা চলে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আরেকটি বিশ্বকাপ সামনে। আগামি ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ।
এবারের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। ভরেতর বিভিন্ন ভেন্যুতে বিশ্ব সেরা হওয়ার লড়াইয়ে নামবে দলগুলো। ১৯ নভেম্বর বিশ্ব ক্রিকেটে মিলবে নতুন ওয়ানডে চ্যাম্পিয়ন। এই মিশনে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে।
বিশ্বকাপে অংশ নেওয়া সবগুলো দলই সবার বিপক্ষে খেলবে। অর্থাৎ প্রত্যেক দলকে ৯টি করে ম্যাচ খেলতে হবে। বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল ওয়ানডে বিশ্বকাপকেই সেরা বলছেন। টি-২০ বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বা বড় অন্য কোনো ইভেন্টকেও তিনি সেরা মানছেন না। জানিয়েছেন, ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে কোনো কিছুরই তুলনা চলে না।
ওয়ানডে বিশ্বকাপ সবার সেরা জানিয়ে তামিম ইকবাল বলেন,, ‘এটাই সর্বোচ্চ ইভেন্ট। ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে কোনোকিছুর তুলনা চলে না; কারণ, সাদা বলে এটাই সবচেয়ে চ্যালেঞ্জিং, যা আপনার ম্যাচ সচেতনতা ও টেম্পারামেন্টের পরীক্ষা নেবে।’
বিশ্বকাপে অংশ নেওয়া সবাই ‘কঠিন’ প্রতিপক্ষ মন্তব্য করে বাংলাদেশের অধিনায়ক আরো বলেন, ‘টুর্নামেন্টের কাঠামো আপনাকে স্বস্তিতে থাকার সুযোগ দেয় না। প্রতিটি দলই কঠিন প্রতিপক্ষ, কোনো খেলাই সহজ হবে না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post