স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আগামী আসরে খেলতে পারবেন না ভারতীয় তারকা ঋষভ পন্ত। গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পুরো শরীরজুড়েই আঘাত পেয়েছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।
ঠিক কবে ফিরবেন কেউই বলতে পারছে না। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, অন্তত ছয় মাস লাগতে পারে সুস্থ হতে। তবে সেটাও এবার অনিশ্চিত। পুরোপুরি সুস্থ হতে ১৮ মাস বা দেড় বছর লাগতে পারে পন্তের। চিকিৎসকরা সেই আশঙ্কাই করেছেন।
মূলত সারা শরীরেই সমস্যা থাকলেও, বেশি সমস্যা হাঁটুতে। যেখানে তিনটি লিগামেন্ট ছিঁড়ে গেছে। আর সেই লিগামেন্টগুলো গুরুত্বপূর্ণ হাঁটাচলার জন্য। নির্দিষ্ট পদ্ধতিতে সেই লিগামেন্টগুলোর একেকটি সেরে উঠতে তিন মাস করে প্রয়োজন। তিনটি লিগামেন্টে দুই দফা করে অস্ত্রোপচার করতে প্রয়োজন ছয় মাস। এছাড়াও আছে ফিটনেস নিয়ে কাজ করা, পুনর্বাসন প্রক্রিয়া।
সব মিলিয়ে লম্বা সময়ের জন্যই টান পড়বে। ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মৌসুমে খেলতে পারবেন না। এর বাইরে চলতি বছর ভারতের অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। সেখানে খেলাও অনিশ্চয়তার মুখে। আপাতত ছয় মাস ধরা হলেও, বিশ্বকাপে না খেলার সম্ভাবনাই বেশি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post