স্পোর্টস ডেস্কঃ চলতি বছর ভারতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের আসর। অক্টোবরে শুরু হতে যাওয়া ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবচেয়ে বড় আসরকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে সব দলই। কিন্তু এর মাঝে ফের বড় এক ধাক্কা খেল নিউজিল্যান্ড দল।
আসন্ন ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারবেন না মাইকেল ব্রেসওয়েল। ইনজুরিতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি। পায়ের পেছন দিকে একিলিস টেন্ডনে চোট পাওয়ায় প্রায় ৮ মাস মাঠের বাইরে হবে এই অলরাউন্ডারকে। যার ফলে ৩২ বছর বয়সী তারকা খেলতে পারবেন না বিশ্বকাপে।
মূলত ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টি-টোয়েন্টি ব্লাস্টে উস্টারশায়ারের হয়ে খেলে চোট বাঁধান ব্রেসওয়েল। ব্যাটিং করতে গিয়ে পায়ে ইনজুরি বাঁধিয়ে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে খেলা হবে না তার।
নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) পক্ষ থেকে জানানো হয়েছে, ইংল্যান্ডেই অস্ত্রোপচার করাবেন ব্রেসওয়েল। এরপর শুরু হবে পুর্নবাসন প্রক্রিয়া। ব্রেসওয়েলের ছিটকে যাওয়া নিউজিল্যান্ডের জন্য বড় ধাক্কা। কেননা এমনিতেই দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন আইপিএল খেলতে গিয়ে পাওয়া চোটে।
ব্রেসওয়েলের চোটে চিন্তার ভাঁজ নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেডের। গ্যারি স্টেড বলেন, ‘চোটের কারণে বিশ্বকাপে খেলতে পারবে না, কোনো খেলোয়াড় এমন পরিস্থিতির সন্মুখীন হলে তার জন্য খারাপ লাগবেই। তিন ফরম্যাটেই তার দক্ষতা আমরা দেখেছি এবং ভারতে বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছিল।’
স্টেড আরও বলেন, ‘কেন (উইলিয়ামসন) লড়াই করছে, মাঠে ফিরতে যা যা করা প্রয়োজন, করছে। তবে তার না থাকার সম্ভাবনাই বেশি। আর এখন ব্রেস চোট পাওয়ায় দুটো বড় আঘাত পেলাম আমরা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post