স্পোর্টস ডেস্ক:: ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে সুখবর পেলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা। তবে ভালো খবর নেই অধিনায়ক তামিম ইকবালের। আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে টাইগার অধিনায়ক পিছিয়েছেন। ৫ এগিয়েছেন সাকিব। চার ধাপ উন্নতি মুশফিকুর রহিমের।
ইংল্যান্ডের বিপক্ষে সাকিব শেষ ম্যাচে দুর্দান্ত ছিলেন ব্যাট-বল হাতে। ৩০০ উইকেটের মাইলফলকের দিনে চার উইকেট ও হাফ সেঞ্চুরি করে ম্যাচ সেরাও হয়েছেন। দলকে জিতিয়েছেন। এড়িয়েছেন হোয়াইটওয়াশ। আইসিসির র্যাংকিংয়ে তাই ৫ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ২৭ তম স্থানে।
ব্যাট হাতে খুব একটা ভালো করতে না পারলেও মুশফিকুর রহিমের উন্নতি হয়েছে। ৪ ধাপ এগিয়ে ব্যাটারদের র্যাংকিংয়ে তিনি উঠে এসেছেন ২২ তম স্থানে। আলোচনা-সমালোচনায় থাকা মাহমুদউল্লাহ রিয়াদও উন্নতি করেছেন। তার বর্তমান অবস্থান ৩৩তম স্থানে। এরপরেই আছেন লিটন দাস। ৩৪তম স্থানে থাকা লিটনেরও উন্নতি হয়েছে।
সাকিব, মুশফিক, রিয়াদ-লিটনদের উন্নতির দিনে র্যাংকিংয়ে অবনতি হয়েছে অধিনায়ক তামিম ইকবালের। এক ধাপ পিছিয়েছেন তিনি। ১৮তম স্থান থেকে নেমে গেছেন ১৯তম স্থানে।
র্যাংকিংয়ে শীষৃৈ আছেন পাকিস্তানের বাবর আজম। তার পরেই দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডুসেন। তিনে আছেন অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার। চারে প্রোটিয়া কুইন্টন ডি কক ও পাঁচ নম্বরে আছেন পাকিস্তানের ইমাম উল হক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post