নিজস্ব প্রতিবেদকঃ ক্যারিয়ারের দারুণ সময় পার করছেন নাজমুল হোসেন শান্ত। বাঁহাতি এই ব্যাটার সেই ফর্ম ধরে রেখেছেন আফগানিস্তানের বিপক্ষেও। একমাত্র টেস্টে দারুণ ব্যাটিংয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি তুলে নিয়েছেন শান্ত। আফগান বোলারদের পাত্তা না দিয়েই ওয়ানডে স্টাইলের ব্যাটিংয়ে তুলে নিয়েছেন এই সেঞ্চুরি।
মাত্র ১১৮ বলে নিজের টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূরণ করেন শান্ত। আর এই সেঞ্চুরি পূরণ করতে গিয়ে হাঁকিয়েছেন ১৮টি বাউন্ডারি। মিরপুরের হোম অব ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টেস্টে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। ৩৮তম ওভারের দ্বিতীয় বলেই তিন অঙ্কের রানের খাতা স্পর্শ করেন তিনি। আফগান বোলারদের সামনে আক্রমণাত্বক ব্যাটিং করেছেন শান্ত। সফরকারীদের চ্যালেঞ্জকে গুঁড়িয়ে দিয়েছেন জয়ের সাথে অসাধারণ এক জুটি করে। যদিও সেঞ্চুরির পথে থাকায় শেষ দিকে কিছুটা ধীর গতির ব্যাটিং করেছেন।
এর আগে টেস্ট ক্যারিয়ারে সবশেষ ২০২১ সালের ৭ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে সেঞ্চুরি হাঁকান এই বাঁহাতি ব্যাটার। ম্যাচের দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ১১৭ রানের অপরাজিত ইনিংস। প্রায় দুই বছর পর এবার সাদা পোশাকে তিন অঙ্কের রানের দেখা পেলেন শান্ত। মাঝে ১৩ টেস্ট খেললেও, কোনো সেঞ্চুরি হাঁকাতে পারেননি তিনি।
এদিকে শান্তর সেঞ্চুরি পূরণের আগ মূহুর্তে ফিফটি পূরণ করেছেন মাহমুদুল হাসান জয়। এই ওপেনার অবশ্য ধীর গতিতে টেস্ট মেজাজের ব্যাটিং করে যাচ্ছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সবশেষ সংগ্রহ ৪০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১৯৩ রান। ১২২ বলে জয় অপরাজিত আছেন ৬৩ রান করে। অপরপ্রান্তে শান্ত ১২৫ বলে ১০৯ রান করে অপরাজিত আছেন।
এর আগে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের একেবারে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারের একেবারে প্রথম বলেই সাজঘরের ফিরেন ওপেনার জাকির হাসান। মিরপুরের হোম অব ক্রিকেটে সবুজ ঘাসের উইকেটে খেলতে নেমে দলীয় ৬ রানেই প্রথম উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।
স্বাগতিক ব্যাটারকে উইকেটের পেছনে থাকা আফসর জাজাইয়ের হাতে তালুবন্দি করে প্যাভিলিয়নে ফেরান নিজাত মাসুদ। ২ বলে মাত্র ১ রান করেই ড্রেসিং রুমে ফিরে যান জাকির। নিজের টেস্ট অভিষেকের একেবারে প্রথম বলেই উইকেট তুলে নিয়ে রেকর্ড গড়েন পেসার নিজাত মাসুদ। টেস্ট অভিষেকে একেবারে প্রথম বলেই উইকেট তুলা প্রথম আফগান বোলার নিজাত।
এর পরের গল্পটা শুধুই বাংলাদেশের। জয়কে নিয়ে ইনিংস গড়ার কাজে নামেন টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। দুজনে মিলে অসাধারণ জুটিতে পার করে দেন মধ্যাহ্ন বিরতি। ওয়ানডে স্টাইলের ব্যাটিংয়ে ২৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৬ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ দল।
মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের রান রেট ছিল ওভার প্রতি ৪.৮৩। শেষ দশ ওভারে ৬.২০ রান রেটে কোনো উইকেট না হারিয়ে ৬২ রান তুলে বাংলাদেশ। যা নিশ্চিতভাবেই দারুণ। উইকেটে সেট হওয়ার পর ব্যাটিং তুলনামূলক সহজ হয়ে পড়ে জয় ও শান্তর জন্য। আফগানদের অনভিজ্ঞ বোলিং লাইনআপও অবশ্য খুব একটা চ্যালেঞ্জ জানাতে পারছে না টাইগারদের। প্রথম সেশনটা তাই নিজেদের করে নেয় স্বাগতিকরা।
প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও দারুণ ব্যাট করে বাংলাদেশ দল। একই জুটি রান তুলে যায় দ্রুত গতিতে। যার ধারাবাহিকতায় জয় নিজের ফিফটি তুলে নেন। টেস্ট মেজাজের ব্যাটিংয়ে ১০২ বলে নিজের ফিফটি পূরণ করেন তামিমের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া এই তরুণ।
তবে নিজের টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটি পূরণ করেছেন দারুণ এক মজার ঘটনা দিয়ে। আফগানিস্তানের স্পিনার জহির খানের করা ম্যাচের ৩৫তম ওভারের এক বল থেকে ৫ রান নিয়ে ফিফটি পার করেন জয়। মূলত ওভার থ্রো’য়ের কারণে অতিরিক্ত রান নিতে পারেন তিনি। সবগুলো রানই দৌড়ে নেন।
জয়ের ফিফটি পূরণের কিছুক্ষণ পরই নিজের সেঞ্চুরি তুলে নেন শান্ত। দুজনের জুটিতে রান বাড়িয়েই যাচ্ছে বাংলাদেশ দল। এখন পর্যন্ত সেই জুটির রান দাঁড়িয়েছে ১৮৭। এভাবে ব্যাট করে গেলে প্রথম ইনিংসে বিশাল স্কোর গড়বে স্বাগতিকরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডকম/নিপ্র/সা
Discussion about this post