নিজস্ব প্রতিবেদকঃ সিরিজ বাঁচানোর ম্যাচে অল্পতে অলআউট হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১৭১ রানে গুঁটিয়ে গেছে টাইগাররা। দলের হয়ে একাই লড়াই করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাঁহাতি এই ব্যাটার যেন ‘ওয়ান ম্যান আর্মি’। তিনি ছাড়া আলো ছড়াতে পারেননি স্বাগতিকদের কেউই।
চলতি বছরে বাংলাদেশের জার্সিতে অষ্টম ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেক হয়েছে জাকির হাসানের। তবে অভিষেকটা সুখকর হলো না বাঁহাতি এই ওপেনারের। অ্যাডাম মিলনের বলে বোল্ড হয়ে ৫ বলে ১ রান করে ফিরেছেন তিনি। জাকিরের পর সাজঘরে ফেরেন একাধিক সুযোগ পাওয়া তানজিদ হাসান তামিম। ৫ বলে ৫ রান করেন তিনি।
তাওহীদ হৃদয়ের তিন চারের ইনিংস থামে দলীয় ৩৫ রানে। ১৭ বলে ১৮ রান করে ফিরে যান তিনি। তাকে ফেরান মিলনে। অফসাইডের বাইরের বলটি কভারের উপর দিয়ে উঠিয়ে দিতে চেয়েছিলেন হৃদয়। পয়েন্ট অঞ্চলে ক্যাচ উঠে গেলে সেটা লুফে নেন উইল ইয়াং। মুশফিকুর রহিম ২৫ বলে ১৮ রানের ইনিংস খেলে বিদায় নেন তার ইনিংসটির সমাপ্তি ঘটে লকি ফার্গুসনের দারুণ এক ডেলিভারিতে। ২ ছক্কা হাঁকান তিনি।
মুশফিকের সাথে ৫৩ রানের জুটি ভাঙলে দেখেশুনে খেলতে খেলতে ৫৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন এই ম্যাচে অধিনায়কত্ব পাওয়া শান্ত। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ মিলনের বলে ২৭ বলে ২১ রান করে ফিরেন। এই ইনিংসে ওয়ানডেতে নিজের পাঁচ হাজার রান পূর্ণ করেন রিয়াদ। ২ চার হাঁকান তিনি।
শেখ মেহেদীও ১৪ বলে ১৩ রানের বেশি করতে পারেন নি। এরপর ব্যক্তিগত ৭৬ রানে ফিরে যেতে হয় শান্তকে। ৮৩ বলে সাজানো এই ইনিংসে ছিল দশটি চারের মার। কোলে ম্যাকঞ্চির বলে লেগ বিফোর উইকেটের শিকার হন বাংলাদেশের ভারপাপ্ত অধিনায়ক। শান্ত ফেরার পর অলআউট হতে বেশি সময় লাগে নি স্বাগতিকদের।নিউজিল্যান্ডের হয়ে পেসার মিলনে দুর্দান্ত বোলিং করেছেন। ডানহাতি এই পেসার ৬.৩ ওভারে ৩৪ রান খরচা করে তুলে নেন ৪ উইকেট। এছাড়া বোল্ট ও কোলে ম্যানকনচি দুটি করে উইকেট নিয়েছেন।
Discussion about this post