স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লড়াকু পুঁজি পেয়েছে দিল্লি ক্যাপিটালস। গুজরাট টাইটান্সের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করেছে দলটি। দলের হয়ে কেউ বড় রান করতে পারেননি। জিততে হলে গুজরাটকে করতে হবে ১৬৩ রান।
ঘরের মাঠে আসরের প্রথম টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও ধরে রাখতে পারেনি দিল্লি। ২.৪ ওভার স্থায়ী ২৯ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর অস্বস্তিতে পড়ে দল। পাওয়ার প্লে শেষ ওভার আগে ফিরেন টপ অর্ডারে নামা মিচেল মার্শ (৪)। টানা দুই ম্যাচে রান করতে ব্যর্থ তিনি।
এক প্রান্ত আগলে রান সচল রাখার চেষ্টা চালান অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তবে তিনিও দলীয় ৬৭ রানের মাথায় ফিরলে, বিপদে পড়ে দিল্লি। উইকেটে এসে গোল্ডেন ডাক মেরে ফিরে যান আরেক বিদেশি তারকা রাইলি রুশো। আলঝারি জোসেপের এক ওভারে পরপর দুই শিকারে বিপাকে পড়ে স্বাগতিকরা। উইকেটে এসে অভিষিক্ত অভিষেক পোড়াল ৩১ রানের জুটি গড়েন সরফরাজ খানের সাথে। তবে নিজের অভিষেক শুরুটা ভালো করলেও, ২০ রানের বেশি করতে পারেননি। অভিজ্ঞ রশিদের বলে আউট হন।
ষষ্ঠ উইকেটে অক্ষর প্যাটেল ও সরফরাজের ২৯ রানের জুটি দিল্লিকে স্বস্তি দেয়। ওয়ানডেসুলভ ব্যাটিংয়ে ৩৪ বলে ২ বাউন্ডারিতে ৩০ রান করে সরফরাজও আউট। শেষ দিকে অক্ষরের ব্যাটে চড়ে দেড়শ রান পার করা পুঁজি পায় দিল্লি। ২২ বলে ২ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৩৬ রান করেন অক্ষর। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ বলে ৭ বাউন্ডারিতে ৩৭ রান করেন ওয়ার্নার।
গুজরাটের হয়ে ৩১ রান খরচ করে ৩ উইকেট নেন রশিদ খান। ৩ উইকেট পেলেও, মোহাম্মদ শামি খরচ করেন ৪১ রান। ২ উইকেট আলঝারি জোসেপের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা