স্পোর্টস ডেস্কঃ পুচকো নেদারল্যান্ডসের উপর স্ট্রিম রোলার চালালেন ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপে আজ ডাচদের বিপক্ষে আগে ব্যাট করে ৩৯৯ রানের পাহাড় গড়েছে অজিরা। দারুণ সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন ওয়ার্নার। ম্যাক্সওয়েল ছাড়িয়ে গেলেন সবাইকে। বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন এই অজি ব্যাটার।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বোলারদের নিয়ে যেন ছেলেখেলায় মেতেছিল অস্ট্রেলিয়ার ব্যাটাররা। ডেভিড ওয়ার্নার ৮৯ বলেই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। রান এসেছিল স্টিভেন স্মিথ এবং মার্নাস লাবুশেনের ব্যাটেও। তবে ম্যাক্সওয়েল ছাড়িয়ে গেলেন সবাইকে। একের পর এক চার-ছয়ে ডাচ বোলারদের দুঃস্বপ্নই উপহার দিয়েছেন তিনি। শেষ পর্যন্ত ৩৯৯ রানের পাহাড় গড়েছে অজিরা।
বিশ্বকাপের ইতিহাসে আজ দ্রুততম সেঞ্চুরি হাঁকালেন ম্যাক্সওয়েল। নেদারল্যান্ডসের বিপক্ষে দিল্লিতে মাত্র ৪০ বলে সেঞ্চুরির দেখা পান তিনি। এতে তিনি ছাড়িয়ে গেছেন চলতি বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি হাঁকানো দক্ষিণ আফ্রিকার অ্যাইডেন মার্করামকে। আজ ৮ চার ও সমানসংখ্যক ছয়ে সেঞ্চুরি করেন ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত ৪৪ বলে ১০৬ রান করে আউট হন তিনি।
ম্যাক্সওয়েলের আগে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল মার্করামের। শ্রীলঙ্কার বিপক্ষে ক’দিন আগেই ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। ২০১১ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন। এবার তাদেরকে ছাড়িয়ে গেলেন ম্যাক্সওয়েল। এর আগে টস হেরে বোলিংয়ে নামা নেদারল্যান্ডস উইকেট পায় লোগান ফন বিকের বলে। পুলে ক্যাচ তুলে দেন অজি ব্যাটার মিচেল মার্শ, ১৫ বলে ৯ রানেই থেমে যায় তার ইনিংস।
এরপর ওয়ার্নার-স্মিথ মিলে ৬৬ রানে পাওয়ার প্লে শেষ করেন। ৪০ বলে ফিফটি হাঁকান বাঁহাতি ওয়ার্নার। স্মিথ ফিফটি পূর্ণ করে ফেলেন ৫৩ বলে। দলীয় ১৬৮ রানে স্মিথ আউট হয়ে যান। ৬৮ বলে ৭১ রান করেন ৯ চার ও ১ ছক্কায়। নতুন ব্যাটার মারনাস লাবুশেন ৪২ বলে ফিফটি পাওয়ার পর বেশিক্ষণ যদিও টিকেননি। ৪৭ বলে ৬২ রান করে আউট হয়ে যান। দ্রুত ফিরেন জস ইংলিস। ৯১ বলে সেঞ্চুরি পাওয়ার দুই বল পরই আউট হয়ে যান ওয়ার্নারও।
এরপর শুরু হয় দিল্লিতে ম্যাক্সওয়েল তাণ্ডব! ২৭ বলে ফিফটি ছুঁয়ে ফেলার পর সেঞ্চুরি এসে যায় ৪০ বলেই! ভেঙ্গে দেন চলতি বিশ্বকাপেই ৪৯ বলে এইডেন মার্করামের গড়া দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। সেঞ্চুরির পর ম্যাক্সওয়েলের তোলা ঝড় থামে গিয়ে ১০৬ রানে। ৪৪ বলের সে ইনিংসে ৯ চারের সাথে মারেন ৮টি ছয়। শেষ ওভারে ম্যাক্সওয়েল আউট হয়ে গেলে অজিদের সংগ্রহটাও আর চারশ ছাড়িয়ে যায়নি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post