স্পোর্টস ডেস্ক:: সহজ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো অস্ট্রেলিয়া। ক্যারিবিয়ান দ্বীপ বার্বাডোজে অজিরা নিজেদের প্রথম ম্যাচে ৩৯ রানে হারিয়েছে ওমানকে। স্টয়নিস ও ডেভিড ওয়ার্নের হাফ সেঞ্চুরিতে ১৬৫ রান তুলেছিলো অজিরা। জবাবে খেলতে নামা ওমান স্টয়নিস, জাম্পা ও স্টার্কদের বোলিং তোপে ১২৫ রানে থেমেছে।
টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার ও মার্কোস স্টয়নিসের হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটে ১৬৫ রান তুলে। ওয়ার্নার ছয় চার ও এক ছক্কায় ৫১ ৫৬ রান করেন। ১৪ রান আসে অধিনায়ক মিচেল মার্শের ব্যাট থেকে। ১২ রান করেন ট্রাভিস হেড। ৬৭ রানের ঝলমলে ইনিংস খেলে মার্কোস স্টয়নিস অপরাজিত থাকেন। ৩৬ বলে ছয় চার ও দুই ছক্কায় সাজান নিজের ইনিংসটি।
ওমানের হয়ে মেহের খান ২টি উইকেট লাভ করেন।
১৬৬ রানের টার্গেটে খেলতে নামা ওমান অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ উইকেটে ১২৫ রানে থামে। ইনিংস সর্বোচ্চ ৩৬ রান করে কিছুটা লড়াই করেন আয়ান খান। দ্বিতীয সর্বোচ্চ ২৭ রান করেন মেহের খান। ১৮ রান করেন ইয়াকুব।
অস্ট্রেলিয়ার হয়ে স্টয়নিস ৩টি, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্করা ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post