স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে বৃহস্পতিবার মাঠে নামছে বাংলাদেশ। স্বাগতিক ভারতের বিপক্ষে টাইগারদের ম্যাচটি হবে মহারাষ্ট্রের পুনেতে। এই ম্যাচে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান খেলবেন কিনা সেটার নিশ্চয়তা ছিল না। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সবশেষ ম্যাচে চোট পান বিশ্ব সেরা অলরাউন্ডার। ফলে তাঁকে নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।
তবে ভারত ম্যাচের আগে স্বস্তির খবর। সাকিব খেলবেন বলেই জানা গেছে। স্থানীয় সময় ১২টা ৫০ মিনিটে ব্যাট নিয়ে মাঠে প্রবেশ করেন তিনি। পরে উইকেট দেখতে চান, কথা বলেন আম্পায়ারদের সঙ্গে। এদিকে বুধবার ম্যাচের আগের দিন অনুশীলনে লম্বা সময় ব্যাটিং করেছেন সাকিব। যদিও বোলিং করেননি তিনি।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারত ম্যাচের আগে বাংলাদেশের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে- একাদশ নিয়ে! চোট শঙ্কায় থাকা সাকিব যদি খেলেনও এরপরও টাইগার একাদশে পরিবর্তনের সম্ভাবনাই বেশি।
এদিকে পুনের পিচে সাধারণত রানবন্যার পসরা দেখা যায়। সেই হিসেবে দলে বাড়তি বোলার খেলানোর কথা সংবাদ সম্মেলনে কোচ চান্ডিকা হাথুরুসিংহে বলছিলেন, ‘ভারতের বিপক্ষে আমাদের ভিন্ন পরিকল্পনা আছে। সম্ভবত উইকেট ও কন্ডিশন বিচারে আমরা ভিন্ন সমন্বয় নিয়ে নামব। এই উইকেটে আদর্শ হচ্ছে বাড়তি বোলার নিয়ে খেলা। কারণ উইকেট খুব ভালো থাকবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post