স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজ জাতীয় নারী দলের বর্তমান প্রধান কোচ কোর্টনি ওয়ালশের সাথে চুক্তি নবায়ন করছে না ক্রিকেট উইন্ডিজ (সিডব্লিউআই)। পারফম্যান্স দিয়ে মন জয় করতে না পারায় এই সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।
সবশেষ ২০২২ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য পায়নি উইন্ডিজ দল। নকআউট পর্বেই যেতে পারেনি দল। সব মিলিয়ে ওয়ালশের অধীনে ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭টিতে জিততে পারে ক্যারিবিয়ান নারী দল। ৩২ ওয়ানডে ম্যাচে জিতেছে মাত্র ১১টিতে। সব মিলিয়ে আশানুরুপ পারফম্যান্স উপহার দিতে পারেনি উইন্ডিজ শিবির।
২০১৬ সাল থেকে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্বে ছিলেন ওয়ালশ। এরপর ২০২০ সালের অক্টোবরে উইন্ডিজ নারী দলের প্রধান কোচের দায়িত্ব পান। তবে সেই দায়িত্ব থেকে অব্যাহতি পেতে যাচ্ছেন এবার। ওয়ালশের অধীনেই গেল বছরের আগস্টে আচমকা মাত্র ৩১ বছর বয়সে জাতীয় দলকে বিদায় জানান দলের তারকা অলরাউন্ডার ডটিন।
শুধুমাত্র ওয়ালশের সাথে চুক্তি নবায়ন না করায়ই নয়, একইসাথে দলের দুই সহকারী কোচ রবার্ট স্যামুয়েলস ও কোরি কলিমোরের সাথেও চুক্তি নবায়ন করছে না উইন্ডিজ ক্রিকেট বোর্ড। দলকে আপাতত অন্তবর্তীকালীন টেকনিক্যাল টিম এগিয়ে নিয়ে যাবেন। খুব শীঘ্রই নতুন কোচ ও টেকনিক্যাল টিম নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post