ওয়াহাব রিয়াজের পরিবর্তে শরিফুলকে দলে ভেড়াল কলম্বো স্ট্রাইকার্স

0
106

স্পোর্টস ডেস্কঃ আগেই জানা গিয়েছিল বিষয়টি। এবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া গেল এই সম্পর্কে। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে যাচ্ছেন শরিফুল ইসলাম। বাংলাদেশের এই পেসারকে দলে ভিড়িয়েছে কলম্বো স্ট্রাইকার্স। ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

শরিফুল নিজেই দেশীয় এক গণমাধ্যমকে জানিয়েছিলেন, কলম্বোর ফ্র্যাঞ্চাইজি থেকে খেলার প্রস্তাব পেয়েছেন শরিফুল। তবে তার যাওয়া, না যাওয়া নির্ভর করছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এনওসি পাওয়ার উপর। এই বাঁহাতি পেসার সেটা পেয়ে গেছেন।

যার ফলে কলম্বো স্ট্রাইকার্স আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে শরিফুলের খেলার বিষয়টি। নিজেকে নিয়ে কলম্বো স্ট্রাইকার্সের ফেসবুকে ফেরিফাইড পেইজটির পোস্ট শেয়ার করেছেন শরিফুলও। দ্রুতই ক্যারিয়ারের প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দেশ ছাড়বেন এই তারকা।

শরিফুলকে মূলত কলম্বো দলে ভিড়িয়েছে ওয়াহাব রিয়াজের পরিবর্তে। পাকিস্তানের এই বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডারকে শুরুতে দলে নিয়েছিল কলম্বো। তবে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে শেষ পর্যন্ত খেলছেন না রিয়াজ। এজন্যই নতুন ক্রিকেটারের খুঁজে ছিল দলটি। বিকল্প হিসেবে বাংলাদেশের শরিফুলকেই বেঁছে নিয়েছে।

আগামী এশিয়া কাপের আগে টাইগারদের আর কোনো আন্তর্জাতিক সূচি নেই। তবে এ মাসের শেষের দিকে ২৬-২৮ জন ক্রিকেটার নিয়ে ক্যাম্প শুরু করবে বিসিবি। এদিকে লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের আসর শুরু হবে আগামী ৩০ জুলাই। শেষ হবে ২০ আগস্ট।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here