স্পোর্টস ডেস্ক:: আফগানিস্তানের ক্রিকেটাররা বার্বাডোজে গিয়ে খাবার সমস্যায় পড়েছেন। মুসলিম প্রধান দেশটির ক্রিকেটাররা হালাল খাবারের সন্ধানে রীতিমতো হয়রান। ক্রিকেটারদের নিয়ম মেনে খাওয়া-ধাওয়া করাটা জরুরী।
সুপার এইটের ম্যাচ খেলতে ক্যারিবিয়ান দ্বীপ বার্বাডোজে গিয়ে হালাল খাবার পাচ্ছেন না আফগানিস্তানের ক্রিকেটাররা। আইসিসিসির নির্ধারিত ডাইনিংয়ে গিয়েও মিলছে না হালার খাবার।
বাধ্য হয়ে আফগান ক্রিকেটাররা মাঝে মধ্যে নিজেরাই রান্না করছেন নিজেদের খাবার। ভারত ম্যাচের আগে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান গণমাধ্যমে জানিয়েছেন নিজেদের এমন সমস্যার কথা।
বার্বাডোজে প্রায় ৩ লাখের অধিক মানুষ বসবাস করেন। যাদের বেশির ভাগই খ্রিষ্টধর্মালম্বী। সব মিলিয়ে তিন হাজারের মতো মুসলিম বাস করেন অঞ্চলটিতে। ফলে আফগানিস্তানকে হালাল খাবারের জন্য বেশ বেকায়দায় পড়তে হচ্ছে।
আফগান অধিনায়ক রশিদ খান একটি টিভি টকশোতে এমনটা জানান। এমনকি আইসিসির নির্ধারিত খাবারের জায়গায়ও হালাল খাদ্য প্রায় নেই বললেই চলে। প্রায় সময়ে নিজেদের খাবার নিজেদের রান্না করে খেতে হচ্ছে আফগানিস্তান ক্রিকেট দলকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post