স্পোর্টস ডেস্ক:: আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশ নারী দলকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের অন্তত দুই ম্যাচ জিততে হবে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা জিইয়ে রেখেছে বাংলাদেশ নারী দল। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ নারী দলকে সিরিজের দ্বিতীয় এক দিনের ম্যাচে ৬০ রানের ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানার দল।
সেন্ট কিটসে আগে ব্যাট করা বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতার হাফ সেঞ্চুরিতে ১৮৪ রান তুলেছিলো। জবাবে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজ নারী দল টাইগ্রেসদের দুর্দান্ত বোলিংয়ে ১২৪ রানেই গুটিয়ে গেছে। সিরিজের প্রথম ওয়ানডেতে জিতেছিলো ক্যারিবিয়ান মেয়েরা।
টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ নারী দল দুর্দান্ত ব্যাট করে। ইনিংস শেষের এক ওভার এক বল আগে অলআউট হয় ১৮৪ রানে। অধিনায়ক নিগার সুলতানার ব্যাটেই বাংলাদেশ পায় লড়াইয়ের পূঁজি। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করেছেন টাইগ্রেস অধিনায়ক। ১২০ বলের ইনিংস সাজিয়েছেন পাঁচটি চারে। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেছেন সোবহানা মুস্তারী। ৩২ বলের ইনিংসে একটি করে চার ও ছক্কা হাঁকিয়েছেন এই টাইগ্রেস। দুই বাউন্ডারিতে ২৯ বলে ২১ রান করেছেন স্বর্ণা আক্তার। ১৮ রান্ এসেছে ওপেনার ফারজানা আক্তারের ব্যাট থেকে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে আলেয়া ৩টি ও কৃষ্ণামা ৪টি করে উইকেট লাভ করেন।
১৮৫ রানের টার্গেটে খেলতে নামা স্বাগতিক মেয়েরা সফরকারী মেয়েদের দুর্দান্ত বোলিং তোপে পড়ে। নাহিদা, রাবেয়া, ফাহিমা ও মারুফাদের আগুনে বোলিংয়ে ৩৫ ওভারে মাত্র ১২৪ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ২৮ রান করেছেন ক্যাম্পেবেলে। তিন বাউন্ডারিতে তিনি সাজিয়েছেন ৪৩ বলের ইনিংসটি। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করে অপরাজিত থেকেছেন চেরি।
বাংলাদেশের হয়ে নাহিদা ৩টি, রাবেয়া, ফাহিমা ও মারুফা ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০