স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে টপকে লিগ টেবিলে পয়েন্টের হিসাবে আর্সেনালের পাশে বসার সুযোগ হারাল লিভারপুল। ওয়েস্ট হামের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে তারা। তাতে লিভারপুলের শিরোপা-স্বপ্ন প্রায় ধূলিসাৎ হয়ে গেল। দুই ম্যাচে ৪ পয়েন্ট খোয়ানো ইয়ের্গুন ক্লপের দলের পয়েন্ট ৩৫ ম্যাচে ৭৫, তিন নম্বরে আছে দলটি। দুই ম্যাচ কম খেলে ৭৬ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি। আর্সেনাল শীর্ষে আছে ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে।
লন্ডন স্টেডিয়ামে ম্যাচের ৪৩ মিনিটেই লিড নেয় ওয়েস্ট হাম। জ্যারদ বোয়েন গোল করে দলকে এগিয়ে নেন। বিরতির পর ৪৮ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান অ্যান্ড্রু রবার্টসন। ৬৫তম মিনিটে এগিয়ে যায় ক্লপের দল। বক্সে কোডি গাকপোর শট ওয়েস্ট হামের দুই খেলোয়াড়ের গায়ে লেগে গোলরক্ষককে ছুঁয়ে জালে জড়ায়। ৭৭তম মিনিটে বোয়েনের ক্রসে হেডে সমতা টানেন আন্তোনিও। শেষ পর্যন্ত ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দুদল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post