স্পোর্টস ডেস্কঃ সাবেক লিভারপুল তারকা দিভোক ওরিগি নাম লেখালেন ইতালিয়ান লিগে। সিরি-আ’র দল এসি মিলানে পাড়ি জমালেন এই স্ট্রাইকার। মঙ্গলবার এসি মিলান ওরিগিকে দলে নেওয়ার খবর নিশ্চিত করেছে। এই বেলজিয়ান ফরোয়ার্ড লিল থেকে ২০১৫-১৬ মৌসুমে যোগ দেন অলরেডদের ঢেরায়।
অ্যানফিল্ডে দারুণ সময় কাটানো ওরিগি সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭৫ ম্যাচ খেলে গোল করেন ৪১টি। এর মধ্যে ২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলে জয়ের ম্যাচে তার গোল ছিল দুটি। যার মধ্যে একটি ছিল বার্সার রক্ষণকে বোকা বানিয়ে! এছাড়া ঐ আসরের ফাইনালে ম্যাচের মোড় পাল্টে দেওয়া দ্বিতীয় গোলটিও করেন তিনি।
ফরাসি ক্লাব লিল থেকে ইংলিশ ক্লাবে নাম লেখানো ওরিগির নতুন ঠিকানা এবার মিলান। ক্লাবটির সঙ্গে ২৭ বছর বয়সী ফুটবলারের চুক্তির মেয়াদ ২০২৬ সালে জুন পর্যন্ত। বিবৃতিতে এমনটাই জানিয়েছে এসি মিলান। ফ্রি ট্রান্সফারে তারা দলে টানল সাবেক এই লিভারপুল স্ট্রাইকারকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০