স্পোর্টস ডেস্কঃ চলতি মৌসুমে বার্সেলোনার পড়তি পারফরম্যান্স নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই সম্প্রতি হুট করে জাভি হার্নান্দেজ ঘোষণা দেন, মৌসুমে শেষেই ক্লাবের দায়িত্ব ছাড়বেন তিনি। জাভির ঘোষণার রেশ কাটতে না কাটতেই আরেক দুঃসংবাদ শুনল বার্সা। দলটির ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স চোট পেয়েছেন। ফলে মিস করবেন ওসাসুনার বিপক্ষে বুধবার লা লিগার ম্যাচটি।
দলের সঙ্গে মঙ্গলবার অনুশীলনের সময় ডানপায়ের অ্যাঙ্কেলের লিগামেন্টে চোট পান ২৪ বছর বয়সী ফেলিক্স। কাতালান ক্লাবটি বিবৃতিতে জানিয়েছেন, পর্তুগিজ লেফট-উইঙ্গারকে আপাতত পাবে না তারা। চোটের মাত্রা কিংবা সেরে উঠতে কতদিন সময় লাগতে পারে, কোনো কিছুই জানায়নি লা লিগা চ্যাম্পিয়নরা।
সব প্রতিযোগিতা মিলিয়ে ফেলিক্স বার্সার হয়ে এখন পর্যন্ত খেলেছেন ২৮ ম্যাচ। ৭ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন পাঁচটিতে। এদিকে জাভির কোচিংয়ে গত মৌসুমে লা লিগার শিরোপা জয় করা বার্সেলোনা এবার বেশ পিছিয়ে পড়েছে। তবে এখনও পর্যন্ত পয়েন্ট তালিকায় আছে চার নম্বরে আছে তারা। শীর্ষে থাকা জিরোনার চেয়ে ১১ পয়েন্ট পেছনে আছে তারা এক ম্যাচ কম খেলে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post