ওয়ানডেতে দুই দেশের হয়ে দুই সেঞ্চুরি

0
90

স্পোর্টস ডেস্ক:: বিশ্ব ক্রিকেটে দুই দেশের জাতীয় দলের হয়ে সেঞ্চুরির তালিকা আগে ছিলো দু’জনে। রোববার রাতে সেটি হয়ে গেলো তিন জনে। নিউজিল্যান্ডের ব্যাটার মার্ক চ্যাম্পম্যান স্কটল্যান্ডের বিপক্ষে শতক করে ইয়ন মরগান ও এড জয়েসের পাশে বসালেন নিজেকে।

হংকংয়ের হয়ে ওয়ানডেতে সেঞ্চুরির পর এবার নিউজিল্যান্ডের হয়ে সেঞ্চুরি হাঁকালেন মার্ক চ্যাম্পম্যান। মা হংকংয়ের নাগরিক। বাবা নিউজিল্যান্ডের নাগরিক। তাই দুই দেশেরই নাগরিকত্ব পেয়ে যান চ্যাম্পম্যান। শুরুতে তাই হংকংয়ের আন্তর্জাতিক ক্রিকেট খেলেন।

এরপর নাম লেখান কিউদের দলে। তার আগে ২০১৫ সালে আইসিসির ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপে হংকংয়ের হয়ে অভিষেক হয় চ্যাম্পম্যানে। অভিষেক ম্যাচেই ওয়ানডে ক্রিকেটে প্রথম শতক হাঁকান তিনি।বয়স ভিত্তিক ক্রিকেটও খেলেছেন হংকংয়ের হয়ে। দেশটির অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন তিনি।

গতরাতে নিউজিল্যান্ডের হয়ে এই অলরাউন্ডার স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছেন ১০১ রানের ইনিংস। তাতে সাত উইকেটের বড় ব্যবধানে জিতেছে কিউরা। তিনিও দুই দশের হয়ে সেঞ্চুরির মালিক হলেন বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে।

২০৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত হংকংয়ের হয়ে খেলেছেন চ্যাম্পম্যান। এই সময় আবার নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটেও খেলেন তিনি। যার কারণে ২০১৮ সাল হংকং তাকে দলের বাইরে রেখে বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেয়। পরে তিনি নিউজিল্যান্ডের জাতীয় দলে নাম লেখান।

মায়ের দেশ হংকংয়ের হয়ে ক্যারিয়ারের প্রথম ম্যাচে শতক হাঁকিয়েছেন। বাবার দেশ নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম ম্যাচেই পেলেন শতকের দেখা। এই অলরাউন্ডার এখন নিয়মিত হতে চান কিউদের জার্সিতে। ক্রিকেট খেলুড়ে দেশের মধ্যে হংকংয়ের চেয়ে নিউজিল্যান্ড কয়েকগুণ এগিয়ে। তাই হয়তো চ্যাম্পম্যান উন্নত ক্যারিয়ারের আশায় বেছে নিয়েছেন বাবার দেশ কিউদের।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here