ওয়ানডেতে বর্ষসেরা বাবর, টি-টোয়েন্টিতে রিজওয়ান

0
0

স্পোর্টস ডেস্কঃ ২০২১ সালের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বৃহস্পতিবার বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা পুরষ্কার দিয়েছে পিসিবি। মোট ৮টি ক্যাটাগরিতে বছর সেরার পুরষ্কারের জন্য নির্বাচন করেছে পিসিবি।

যেখান ওয়ানডেতে পাকিস্তানের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাবর আজম। বাবর আজম ব্যাট হাতে সদ্য পেছনে ফেলে আসা বছরে ওয়ানডেতে ছয় ম্যাচ খেলে ৬৭.৫০ গড়ে দুই সেঞ্চুরিতে করেছেন ৪০৫ রান। দারুণ অধিনায়কত্বও করেছেন বাবর।

এদিকে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। উইকেটরক্ষক ব্যাটার আবার পেয়েছেন মোস্ট ভ্যালুয়েবলের বর্ষসেরা পুরষ্কারও। গেল বছরটা টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত কাটিয়েছেন এই ডানহাতি ক্রিকেটার। ব্যাট হাতে দেখিয়েছেন উড়ন্ত ফর্ম। ২০২১ সালে এই টি-টোয়েন্টি ফরম্যাটে ২ হাজারেরও বেশি রান করার কৃতিত্ব গড়েছেন রিজওয়ান। এর আগে বিশ্বের কোনো ক্রিকেটারই এক বছরে টি-টোয়েন্টিতে ২ হাজার রান করতে পারেননি।

এর মধ্যে শুধুমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই রিজওয়ান করেছেন ১২৩৯ রান। যেটিও কিনা নতুন রেকর্ড। এর আগে কোনো ক্রিকেটারই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক বছরে ১ হাজার রান করতে পারেননি। সেখানে রিজওয়ান বেশ ভালোভাবেই ছাড়িয়ে গেছেন সবাইকে। একইসাথে গড়েছেন নতুন এক রেকর্ড।

এর বাইরে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন হাসান আলি। শাহীন শাহ আফ্রিদি পেয়েছেন বর্ষসেরা মোস্ট ইমপ্যাক্টফুল পারফর্মেন্সের পুরষ্কার। বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন নিদা দার। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়াকে হারানোর পর, তাদের ড্রেসিং রুমে গিয়ে সম্বোধন জানানোকে স্পিরিট অব ক্রিকেটের বর্ষসেরা পুরষ্কার দেওয়া হয়েছে।

এক নজরে পিসিবির বর্ষসেরা পুরষ্কারের তালিকা

ইমপ্যাক্টফুল পারফর্মেন্স- শাহীন শাহ আফ্রিদি
ইমার্জিং ক্রিকেটার- ওয়াসিম জুনিয়র
টেস্ট ক্রিকেটার- হাসান আলি
ওয়ানডে ক্রিকেটার- বাবর আজম
টি-টোয়েন্টি ক্রিকেটার- মোহাম্মদ রিজওয়ান
নারী ক্রিকেটার- নিদা দার
ঘরোয়া ক্রিকেটার- শাহিবজাদা ফারহান
মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার- মোহাম্মদ রিজওয়ান
আম্পায়ার- আসিফ ইয়াকুব
স্পিরিট অব ক্রিকেট- ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার ড্রেসিং রুমে গিয়ে পাকিস্তান দলের অভিবাদন

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here