স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডকে আরাধ্য বিশ্বকাপ শিরোপা জেতানো বেন স্টোকস আর খেলবেন না ওয়ানডেতে। সোমবার ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই অলরাউন্ডার। আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেটাই এ সংস্করণে তাঁর শেষ ম্যাচ হবে ৩১ বছর বয়সী এই ক্রিকেটারের। সোমবার এক টুইটে ওয়ানডে থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক স্টোকস।
১৯৯১ সালে স্টোকসের জন্ম নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে। কিন্তু কিশোর বয়সেই পরিবারের সঙ্গে ইংল্যান্ডে চলে আসেন তিনি। তখন থেকেই স্টোকস ইংরেজ নাগরিক। ইংল্যান্ডের হয়ে ১০১টি ওয়ানডে খেলেছেন তিনি। ২০১৯ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলে ইংলিশদের বিশ্বকাপের শিরোপা জিতিয়েছিলেন।
ব্যস্ত সূচিতে শারীরিক ও মানসিক ধকল কাটাতে এই সিদ্ধান্ত নিয়েছেন স্টোকস। বিদায়ের ঘোষণা দিতে এসে তিনি বলেন, ‘আমি মঙ্গলবার ডারহামে ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে আমার শেষ ম্যাচটি খেলব। এই ফরম্যাট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। এটি একটি অবিশ্বাস্যভাবে কঠিন সিদ্ধান্ত ছিল। আমি আমার সতীর্থদের সঙ্গে খেলার প্রতিটি মিনিট উপভোগ করেছি। সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল আমার জন্য। তবে এই ফরম্যাটে যখন আমি শত ভাগ দিতে পারব না তখন এই বিষয়টি নিয়ে কাজ করা ততটা কঠিন নয়।’
দেশের হয়ে এখন পর্যন্ত ১০৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন স্টোকস। ১০৪ ম্যাচে তিনি করেছেন ২ হাজার ৯১৯ রান। বল হাতে নিয়েছেন ৭৪টি উইকেট। ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে তার ওয়ানডে অভিষেক হয়।