ওয়ানডে ক্রিকেট নিয়ে চিন্তিত নয় আইসিসি

0
20

স্পোর্টস ডেস্কঃ বেন স্টোকসের মাত্র ৩১ বছর বয়সে ওয়ানডে থেকে অবসরের ঘটনা নাড়িয়ে দিয়েছে ক্রিকেট বিশ্বকে। এরপর থেকেই ওয়ানডে ক্রিকেটের কার্যকরীতা নিয়ে ওঠেছে প্রশ্ন। সাবেক ও বর্তমান ক্রিকেটাররা নিজেদের মত দিচ্ছেন সেখানে। যেখানে ওয়ানডে ক্রিকেটের করুণ দশা ফুটে ওঠেছে।

কেউ কেউ বলছেন, মরে গেছে এই ফরম্যাট। কেউ এই ফরম্যাটকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন। কেউ বলছেন, ওভার কমিয়ে ৪০ ওভার নিয়ে আসতে। কেউ বলছেন আইপিএলের কারণে ওয়ানডে ফরম্যাটের আজ এই দশা। অবশ্য কেউ আবার বলছেন, এখনও উপভোগ করে যাচ্ছেন এই ফরম্যাট।

তবে বেশিরভাগই নেতিবাচক মন্তব্য আসছে ওয়ানডে ক্রিকেটকে ঘিরে। আর এতে ওয়ানডে ফরম্যাটের ভবিষ্যত নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কিন্তু, এই নিয়ে উদ্বিগ্ন নয় ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইংল্যান্ডের বার্মিংহ্যামে হয়ে যাওয়া আইসিসির বার্ষিক সাধারণ সভায়, এই নিয়ে আলোচনা হয়। সেটা শেষে আইসিসির প্রধান নির্বাহি জিওফ অ্যালারডিস জানিয়েছেন, এটা নিয়ে চিন্তা করছেন না তারা। যেভাবে আছে, সেভাবেই চলবে।

অ্যালারডিস বলেন, ‘বার্ষিক সাধারণ সভায়, তিন ধরনের ক্রিকেট সমানভাবে চালিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আমরা সেভাবেই চূড়ান্ত করেছি সব। হ্যাঁ ইদানিং কিছু কথা চলছে জানি। তবে সেটা শুধুমাত্র ওয়ানডে ক্রিকেট নিয়ে নয়। সব ধরনের ক্রিকেট একসাথেই চালানোর কথাই হচ্ছে। প্রতিটি দলের এফটিপিতে ভালো সংখ্যক ওয়ানডে ম্যাচ আছে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here