স্পোর্টস ডেস্ক:: পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরামের মতে ওয়ানডে ক্রিকেট মৃত প্রায়। বেন স্টোকসের অবসর নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেছেন তিনি। জানিয়েছেন, এশিয়ায় ওয়ানডে ক্রিকেটে আর মাঠমুখী হচ্ছেন না দর্শকেরা। গ্যালারি থাকছে না ভরপুর।
টি-২০ আর টেস্ট ক্রিকেটকে আধুনিক ক্রিকেট মন্তব্য করে তিনি জানিয়েছেন, এখন ওয়ানডে ক্রিকেট বাদ দেওয়া উচিত।টি-২০’র কারণে এই ফরম্যাট হারিয়েছে তার গুরুত্ব। অনেকেই এখন ক্লান্ত হচ্ছে ওয়ানডে খেলে। বেন স্টোকসকের সিদ্ধান্তকে সমর্থনও জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই পেসার।
টি-২০ ক্রিকেট মাত্র ৪ ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে। সারা বিশ্বের লিগ গুলোতে স্টেডিয়াম ভরা থাকছে দর্শকে। অর্থও মিলছে অনেক বেশি। কিন্তুু ওয়ানডেতে সে পরিমাণ দর্শকের দেখা নেই। অর্থও নেই। তাই ওয়ানডেকে বাতিল করে দেওয়া উচিৎ বলেও মন্তব্য করেন সাবেক ক্রিকেটার আকরাম।
ওয়াসিম আকরা বলেন, “আমি তাই মেন করি (ওয়ানডে ক্রিকেট বাতিল)। ইংল্যান্ডে পুরো ভরছে। ভারত, পাকিস্তানে ভরছে। তবে বিশেষত শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকায় এক দিনের ক্রিকেটে আপনি স্টেডিয়ামগুলো পূরণ হতে দেখছেন না।’
ওয়ানডে খেলে ক্রিকেটাররা ক্লান্ত হচ্ছেন মন্তব্য করে তিনি আরো বলেন, ‘তারা এটা করার জন্যই করছে। প্রথম ১০ ওভারের পরে এটা দাঁড়িয়েছে ‘প্রত্যেক বলে রান করো, মাঝে মধ্যে বাউন্ডারি মারো, চার ফিল্ডার বাইরে আছে এবং আপনি ৪০ ওভারে ২০০, ২২০ করতে পারেন এবং তারপরে শেষ ১০ ওভারে ১০০’র কাছাকাছি। এর বাইরে আরো বেরোচ্ছে না।’
বেন স্টোকস সঠিক কাজ করছেন জানিয়ে ওয়াসিম আকরা বলেন, “এক দিনের ক্রিকেট থেকে তার (বেন স্টোকস) অবসর নেওয়ার সিদ্ধান্ত নেওয়া খুবই দুঃখজনক। কিন্তুু আমি তার সাথে একমত। এমনকি একজন ধারাভাষ্যকার হিসেবেও ওয়ানডে ক্রিকেটকে এখন শুধুই টেনে যেতে হয়। বিশেষ করে টি-২০ আসার পর। আমি একজন খেলোয়াড় হিসেবে কল্পনা করতে পারি। ৫০ ওভার, ৫০ ওভার করে খেলা, তারপর আপনাকে প্রি-গেম, পোস্ট- গেম, লাঞ্চ গেম শো করতে হবে’।”
ওয়ানডে ক্রিকেট মারা যাচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, “টি-২০ অনেক সহজ, চার ঘন্টায় খেলা শেষ। সারা বিশ্বের লিগগুলোতে, অনেক বেশি অর্থ রয়েছে, আমি মনে এটি আধুনিক ক্রিকেটের অংশ টি-২০ বা টেস্ট ক্রিকেট। ওয়ানডে এক প্রকারে মৃত। একজন খেলোয়াড়ের পক্ষে এক দিনের ক্রিকেট খেলাটা বেশ ক্লান্তিকর।”
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০