স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিলেন আফগানিস্তানের পেসার নাভিন উল হক। মূলত টি-টোয়েন্টি ক্রিকেটকে গুরুত্ব দিতেই এই বিরতি নিয়েছেন তিনি। ইতিমধ্যেই আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) চিঠি দিয়ে দিয়ে বিষয়টি জানিয়েছেন নাভিন।
চলতি বছর রয়েছে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে খেলতে নিজেকে টি-টোয়েন্টিতে আরও পোক্ত করতে চান নাভিন। মানসিক ও শারীরিকভাবে হতে যান আরও শক্তিশালী। যার জন্য দেশের জার্সিতে শুধু টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আপাতত ওয়ানডে থেকে নিচ্ছেন বিরতি।
আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। যেখানে খেলতে দেখা যাবে নাভিনকে। আসন্ন বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলবেন তিনি। বিপিএলের পরই আফগানিস্তান জাতীয় দল বাংলাদেশ সফরে আসবে। সেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানরা। তবে সেই সিরিজে ওয়ানডেতে খেলবেন না নাভিন।
এখন আফগানিস্তান জাতীয় দলের হয়ে ৭ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন নাভিন। ওয়ানডেতে ১৪ ও টি-টোয়েন্টিতে ১৮টি উইকেট শিকার করেছেন ডানহাতি এই পেসার। তার ওয়ানডেতে থেকে সরে যাওয়াটা নিশ্চিতভাবে বড় ধাক্কা হবে আফগানদের জন্য।
তবে ওয়ানডেতে না খেললেও, নিয়মিত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন তিনি। ইতিমধ্যেই বিপিএল, এলপিএল, সিপিএল, এপিএল, টি-টোয়েন্টি ব্লাস্টে খেলেছেন নাভিন। ধারণা করা হচ্ছে আফগান বোর্ডের নতুন করে দেওয়া এক বছরে তিনটির বেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট না খেলার শর্তের জন্যই নিজেকে ওয়ানডে থেকে সরিয়ে নিয়েছেন নাভিন। যদিও এই নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা