স্পোর্টস ডেস্ক: ওয়েস্টইন্ডিজকে আগেই টি-২০ সিরিজে হারিয়েছে পাকিস্তান। এবার ওয়ানডে সিরিজটিও জিতে নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। শারজায় অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ৫৯ রানের জয়ে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। এর আগে প্রথম ম্যাচটিও জিতে নেয় পাকিস্তান।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০তে এরই মধ্যে জিতে নিয়েছে পাকিস্তান। এবার তৃতীয় ম্যাচটি জিতে নিলেই হোয়াইট ওয়াশের লজ্জায় পড়তে হবে ক্যারিবীয়ানদেরকে।
পাকিস্তান টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে পাঁচ উইকেটে ৩শ৩৭ রান সংগ্রহ করে। প্রথম ম্যাচের (১২০) পর এদিনও সেঞ্চুরি উদযাপনে মাতেন বাবর। তার ১শ২৩ রানের ইনিংসে ছিল ৯টি চার ও একটি ছক্কার মার। ১০ রানের জন্য শতক বঞ্চিত হন শোয়েব মালিক। ৬০ রানে অপরাজিত থাকেন সরফরাজ আহমেদ।
ওয়েস্টইন্ডিজের হয়ে হোল্ডার ও উঠতি ডানহাতি পেসার আলজারি জোসেফ দু’টি করে উইকেট লাভ করেন। বাকি উইকেটটি নেন সুনীল নারাইন।
৩৩৮ রানের লক্ষ্যে খেলতে নেমে সাত উইকেটে ২৭৮ রান করতে সমর্থ হয় ওয়েস্টইন্ডিজ। সর্বোচ্চ ৬১ রান আসে ড্যারেন ব্রাভোর (রানআউট) ব্যাট থেকে। এছাড়া ক্রেইগ ব্রাথওয়েট ৩৯ (রানআউট), মারলন স্যামুয়েলস ৫৭, দিনেশ রামদিন ৩৪, কাইরন পোলার্ড ২২ রান করেন। ৩১ রানে অপরাজিত থাকেন অধিনায়ক জেসন হোল্ডার।
ওয়াহাব রিয়াজ দু’টি ও একটি করে উইকেট নেন মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম।
বুধবার ৫ অক্টোবর তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০