স্পোর্টস ডেস্কঃ আসছে জুনে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। ডাচদের মাটিতে এই সিরিজের আগে স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। মঙ্গলবার ঘোষিত স্কোয়াডে আছেন দুই অনভিষিক্ত ক্রিকেটার।
সদ্য সমাপ্ত আইপিএল মাতানো জস বাটলারও আছেন ইংল্যান্ড দলে। ভারতে রাজস্থান রয়্যালসের হয়ে সবচেয়ে বেশি রান করা এই ডানহাতি অরেঞ্জ ক্যাপ পেয়েছেন। তিনি ১৭টি ম্যাচে ৮৬৩ রান করেছেন। নিয়মিত অধিনায়ক হিসেবে থাকছেন ইয়ন মরগান। চোট কাটিয়ে দলে ফিরেছেন স্যাম কুরান।
ল্যাঙ্কাশায়ারের পেসার লুক উড এবং গ্লুচেস্টারশায়ারের পেসার ডেভিড পেইনকে দলে রাখা হয়েছে। সিনিয়র স্কোয়াডে উডের এটিই প্রথম ডাক, এবং পেইন এর আগে গত গ্রীষ্মে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যুক্ত ছিলেন।
তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। সিরিজ শুরু হবে আগামী ১৭ জুন। ১৯ জুন হবে দ্বিতীয় ম্যাচ আর তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ২২ জুন। সবক’টি ম্যাচই হবে এক ভেন্যুতে।
ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড-
ইয়ন মরগান (মিডলসেক্স)
মঈন আলী (ওরচেস্টারশায়ার)
জস বাটলার (ল্যাঙ্কাশায়ার)
ব্রাইডন কার্স (ডারহাম)
স্যাম কুরান (সারে)
লিয়াম লিভিংস্টোন (ল্যাঙ্কাশায়ার)
দাউদ মালান (ইয়র্কশায়ার)
ডেভিড পেইন (গ্লউচেস্টারশায়ার)
আদিল রশিদ (ইয়র্কশায়ার)
জেসন রয় (সারে)
ফিল সল্ট (ল্যাঙ্কাশায়ার)
রিস টপলে (সারে)
ডেভিড উইলি (ইয়র্কশায়ার)
লুক উড (ল্যাঙ্কাশায়ার)