স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি জিতে সিরিজ নিজেদের করে নিল আফগানিস্তান। হাশমতউল্লাহ শহীদির দল হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছে। তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ২-০ ব্যবধানে। ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে আরও ১০ পয়েন্ট যোগ করেছে তিন নম্বরে থাকা দলটি।
ইনোসেন্ট কাইয়া ও রায়ান বার্লের ফিফটিতে ২২৮ রানের সংগ্রহ গড়ে জিম্বাবুয়ে। রান তাড়ায় প্রতিপক্ষ বোলারদের কোনো পাত্তাই দিলেন না রহমত শাহ ও ইব্রাহিম জাদরান। তাদের ১৯৫ রানের জুটিতে ৩৩ বল বাকি থাকতেই জয়ে বন্দরে পৌঁছে যায় আফগানরা।
আগে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে ইনোসেন্ট কাইয়ার ৭৪ বলে ৬৩ রান ও রায়ান বার্ল ৬১ বলে ৫১ রানের সুবাদে ২১৮ রান জমা করে স্কোর বোর্ডে। সিকান্দার রাজা করেন ৪০ রান। আফগানদের হয়ে ফরিদ আহমেদ ৫৬ রানে নেন ৩টি উইকেট, ২টি করে নেন ফজলহক ফারুকি, মোহাম্মদ নবী ও রশিদ খান।
জবাব দিতে নেমে শুরুতেই রহমানউল্লাহ গুরবাজকে হারায় আফগানিস্তান। এরপর ইব্রাহিম ও রহমত দারুণ এক জুটি গড়েন। এই জুটির স্থায়িত্ব ছিল ১৯৫ রান! জিম্বাবুয়ের বিপক্ষে জিম্বাবুয়েরই মাটিতে দ্বিতীয় উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি। ১১২ বলে ৮৮ রান করে আউট হন রহমত। ইব্রাহিম ৫৯ বলে পা রাখেন ফিফটিতে। রহমতের পঞ্চাশ আসে ৭১ বলে। এরপর ১১৯ বলে কাঙ্ক্ষিত তিন অঙ্ক স্পর্শ করেন ইব্রাহিম। জিম্বাবুয়ের হয়ে ১টি করে উইকেট নেন ব্লেসিং মুজারাবানি ও ডোনাল্ড তিরিপানো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০