স্পোর্টস ডেস্কঃ ঠিক এক মাস পর মঙ্গলবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়ার এই অধিনায়ক গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক ফিফটি হাঁকিয়েছেন। প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে ডেভিড ওয়ার্নারের সাথে দুর্দান্ত এক জুটি গড়ে অজিদের ১০ উইকেটের জয় এনে দিয়েছেন গত মাসে শেষ হওয়া আইপিএলের ব্যর্থ ব্যাটসম্যান ফিঞ্চ।
কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে গত ৭ মে সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ফিঞ্চ। এর ঠিক এক মাস পর জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেন তিনি। লঙ্কান পেসার নুয়ান থুসারাকে বাউন্ডারিতে ফিঞ্চ ফিফটি করেন ৩৭ বলে। শেষ পর্যন্ত ৪০ বলে চারটি চার ও সমান ছক্কায় অপরাজিত ৬১ রান করে দলের জয়ে বড় অবদান রেখেছেন তিনি।
ফিঞ্চের রানে ফেরা প্রসঙ্গে ওয়ার্নার বলেন, ‘(আমি শুধু বলেছিলাম) বলের পেছনে না ছুঁটতে, বল হাওয়ায় থাকতেই খেলতে। যদি তারা গুড এবং ফুল লেন্থে বোলিং করে তাহলে তুমি সংযত থাকো, লেগ স্ট্যাম্পে কোনো বল পেলে সেটিকে ভালোভাবে খেলো।’