স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন এক ইতিহাস গড়লো দক্ষিণ আফ্রিকা। অসী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার বিধ্বংসী খেললেও আটকাতে পারেননি প্রোটিয়াদের রেডর্ক। পাঁচ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মত হোয়াইটওয়াশের লজ্জা দিয়ে এই রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৩ রানের অসাধারন এক ইনিংস উপহার দিলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু তারপরও হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারলো না ক্রিকেট বিশ্বের শক্তিশালী দলটি।
বুধবার পঞ্চম ও শেষ একদিনের ম্যাচে ফাফ ডু প্লেসিসের দক্ষিণ আফ্রিকা ৩১ রানে হারালো অস্ট্রেলিয়াকে।
কেপটাউনে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে রিলে রুশোর সেঞ্চুরির সুবাদে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ৩২৭ রান তুলে দক্ষিণ আফ্রিকা। যদিওবা শুরুটা অতোটা ভালো ছিল না প্রোটিয়াদের। মাত্র ৫২ রান তুলতেই প্রথম সারির তিন উইকেট হারিয়ে ফেলে তারা। ১২ রানে কুইন্টন ডি কক, ২৫ রানে হাশিম আমলা ও ১১ রান করে সাজঘরে ফিরেন ডু প্লেসিস। তবে চতুর্থ উইকেটে ১৭৮ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন জেপি ডুমিনি ও রিলে রুশো।
ব্যক্তিগত ৭৩ রানে ডুমিনি মেনির শিকার হলেও সেঞ্চুরি করেই মাঠ ছাড়েন রুশো। ট্রিমেইনের বলে আউট হওয়ার আগে ১১৮ বলে ১৪টি চার ও দুটি ছক্কায় ১২২ রানের মূল্যবান ইনিংস খেলে যান তিনি। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন ট্রিমেইন ও মেনি। আর বোল্যান্ড নিয়েছেন দুই উইকেট।
জবাবে ডেভিড ওয়ার্নারের ব্যাট জয়ের আশা দেখালেও তাকে সঙ্গ দিতে পারেননি অস্ট্রেলিয়ার আর কোন ব্যাটসম্যানই। ওয়ার্নার ব্যক্তিগত ১৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দিলেও দলের বাকী ব্যাটসম্যানরা ছিলেন শুধুই আসা-যাওয়ার মিছিলে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন মিচেল মার্শ ও ট্রেভিস হেড। এছাড়া অ্যারন ফিঞ্চ ১৯, ম্যাথু ওয়েড সাত, অ্যাডাম জাম্পা অপরাজিত আট, স্কট বোল্যান্ড চার ও দুই রান করে আউট হন জর্জ বেইলি।
দক্ষিণ আফ্রিকার কাইল অ্যাবোট, কাগিসো রাবাদা ও ইমরান তাহির প্রত্যেকেই অস্ট্রেলিয়ার ২টি করে উইকেট লাভ করেন। ম্যাচ সেরার পুরস্কার জিতেন ডেভিড ওয়ার্নার। আর সিরিজ সেরা নির্বাচিত হন রিলে রুশো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০