স্পোর্টস ডেস্কঃ জস হ্যাজেলউড-মিচেল স্টার্কের বোলিং তোপে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নির্ধারিত ওভারের আগে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। এরপর দুই ওপেনারের অপরাজিত ফিফটিতে অস্ট্রেলিয়া জিতে গেল অনায়াসে। মঙ্গলবার কলম্বোতে অজিদের জয় ১০ উইকেটের বড় ব্যবধানে। তিন ম্যাচের সিরিজে সফরকারীরা এগিয়ে গেল ১-০ তে।
প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা প্রথম ১১.৫ ওভারে ১ উইকেটে তোলে ১০০ রান। কিন্তু এরপরই খেই হারায় দাসুন শানাকার দল। তাদেরকে লন্ডভন্ড করে দেন হ্যাজেলউড। ১ ওভারে ৩ উইকেট নিয়ে ধসিয়ে দিলেন স্বাগতিকদের, সে চাপ থেকে আর বেরোতে পারেনি তারা। স্টার্কও আগুনে বোলিং করেছেন। ৪ ওভারে মাত্র ১৬ রান খরচায় ৪টি উইকেট শিকার করেছেন হ্যাজেলউড। ২৬ রানে ৩ উইকেট মিচেল স্টার্কের।
শ্রীলঙ্কার হয়ে পাথুম নিশাঙ্কা ৩৬, দানুস্কা গুনাথিলাকা ২৬, চারিথ আসালাঙ্কা ৩৮ ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৭ রান করেন। রান তাড়ায় ৪৪ বলে ৯ চারে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেন ওয়ার্নার। ৪০ বলে ৪টি করে চার-ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন অধিনায়ক ফিঞ্চ। বোলিংয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন হ্যাজেলউড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০