ওয়েস্টইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতলো পাকিস্তান

    0
    29

    স্পোর্টস ডেস্ক: ওয়েস্টইন্ডিজকে হারিয়ে টি-২০ সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। তিন ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয়টি ১৬ রানে জিতেছে পাকিস্তান।

    আবুধাবিতে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১শ৬০ রানে থামে পাকিস্তানের ইনিংস। এ রান সংগ্রহ করতে চারটি উইকেট হারায় দলটি।

    পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে শারজিল খান মাত্র দুই রানে আউট হলেও অপরপ্রান্তে ৪০ রান করেন খালিদ লতিফ। পরে তিনি রান আউটের শিকার হন। ৩৭ রান আসে শোয়েব মালিকের ব্যাট থেকে। তবে শেষ দিকে ৩২ বলে পাঁচ চারে ৪৬ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক সরফরাজ আহমেদ। ম্যাচ সেরাও হন তিনি।

    পাকিস্তানের করা ১৬০ রানের জবাবে নির্ধারিত ওভার শেষে নয় উইকেট হারিয়ে ১৪৪ রান করে ক্যারিবীয়রা।

    ১৬১ রানের জয়ের লক্ষে খেলতে নেমে পাক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কার্লোস ব্র্যাথওয়েটের দল। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন নয় নম্বরে নামা স্পিনার সুনিল নারিন। চার ওভার বল করে মাত্র ১৩ রানে তিন উইকেট তুলে নেন তানভির। সমান তিন উইকেট পান মিডিয়াম পেসার হাসান আলী।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here