স্পোর্টস ডেস্ক: আবুধাবিতে অনুষ্টিত সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ওয়েস্টন্ডিজের বিপক্ষে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তান। ক্যারিবীয়দের বিপক্ষে ৩৪৬ রানে এগিয়ে রয়েছে মিসবাহ উল হকের দল।
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট হওয়ার আগে তোলে ৪৫২ রান। ব্যাটিংয়ে নেমে শুরুতেই পাকিস্তানের ওপেনার আজহার আলী (০ রান) বিদায় নেন। আরেক ওপেনার সামি আসলাম করেন মাত্র ৬ রান। এরপর ৮৭ রানের জুটি গড়েন আসাদ শফিক এবং ইউনিস খান। দলীয় ১২৯ রানের মাথায় বিদায় নেন ব্যক্তিগত ৬৮ রান করা আসাদ শফিক।
তৃতীয় উইকেটের পতনের পরও দুর্দান্ত ব্যাট করে পাকিস্তান। দলপতি মিসবাহ এবং ইউনিস মিলে স্কোরবোর্ডে আরও ১৭৫ রান যোগ করেন।
আউট হওয়ার আগে ইউনিস খেলেন ১২৭ রানের অসাধারণ একটি ইনিংস। তার ২০৫ বলের ইনিংসটি ১০টি চার আর একটি ছক্কায় সাজানো ছিল। পাকিস্তানের দলপতি মিসবাহ আগের দিনের ৯০ রান নিয়ে শুরু করে আরও ৬ রান যোগ করেন। ব্যক্তিগত ৯৬ রানে বিদায় নেন মিসবাহ। সরফরাজ আহমেদ করেন ৫৬ রান।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫টি উইকেট তুলে নেন শ্যানন গ্যাব্রিয়েল। জ্যাসন হোল্ডার নেন তিনটি উইকেট। আর একটি করে উইকেট দখল করেন দেবেন্দ্র বিশু এবং কার্লোস ব্রাথওয়েইট।
প্রথম ইনিংসে পাকিস্তানের বড় সংগ্রহের জবাবে ব্যাটিংয়ে নেমে নিজেদের ইনিংসে ১০৬ রান তুলতেই ক্যারিবীয়দের ৪ উইকেটের পতন হয়।
ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয় ওপেনার জনসন ১২ আর ড্যারেন ব্রাভো ৪৩ রান করেন। ব্রাথওয়েইট করেন ২১ রান। আর ৩০ রান আসে মারলন স্যামুয়েলসের ব্যাট থেকে।
পাকিস্তানের হয়ে রাহাত আলি দুটি আর ইয়াসির শাহ নেন একটি উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০