স্পোর্টস ডেস্ক:: ক্যারিবিয়ান সফর শেষ করে দেশে ফিরতে শুরু করেছেন ওয়ানডে দলের ক্রিকেটাররা। ফ্লাইট জঠীলতায় এক সঙ্গে পুরো দল দেশে ফিরতে পারেনি। দুই ভাগে দেশে ফিরবেন ক্রিকেটাররা। আজ বুধবার প্রথম দফা দেশে ফিরেছেন তাসকিন-মিরাজরা।
বুধবার দেশে ফিরেছেন চারজন। তাদের মধ্যে মাত্র দু’জন হলেন ক্রিকেটার। বাকী চারজন কোচিং স্টাফ ও টিম ম্যানেজম্যান্টের সদস্য। ক্রিকেটারদের মধ্যে ঢাকায় এসেছেন পেসার তাসকিন আহমদ ও স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
টিকিট না পাওয়াতেই দুই গ্রুপে ভাগ হয়ে দেশে আসছেন ক্রিকেটাররা। বুধবার ও বৃহস্পতিবার দেশে ফিরবেন ক্রিকেটাররা। বুধবার তাই ঢাকায় এসেছেন কয়েকজন। তবে ওয়ানডে অধিনায়ক তামিম ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দলের সঙ্গে দেশে ফিরছেন না। তিনি লন্ডনে ছুটি কাটাবেন। পরে একাই ফিরবেন দেশে। জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগে ওয়ানডে অধিনায়ক ফিরবেন ঢাকায়।
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। নিকোলাস পুরানের দলকে ৩-০ ব্যবধানে হারায় টাইগাররা। যদিও তার আগে টেস্ট ও টি-২০ সিরিজে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ সফরকারী বাংলাদেশকে হারায়। দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকরা সাকিবের দলকে হারায় ২-০ ব্যবধানে। তিন ম্যাচের টি-২০ সিরিজে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে ২-০ ব্যবধানে হারায় ক্যারিবিয়ানরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০