স্পোর্টস ডেস্কঃ টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন হেনরিখ ক্লাসেন। দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে নিশ্চিত করেছেন বিষয়টি। তবে সাদা বলের ক্রিকেট তিনি চালিয়ে যাবেন। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলবেন তিনি।
২০১৯ সালে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছেন উইকেটরক্ষক ক্লাসেন। ২০২৩ সালে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমেছিলেন। কখনোই নিয়মিত সুযোগ পাননি। ৪ ম্যাচ খেলে ৮ ইনিংসে ব্যাট করে মাত্র ১০৪ রান করেছেন ক্লাসেন। নেই কোনো ফিফটি বা সেঞ্চুরি। ৩২ বছরের এই তারকার ক্যারিয়ার আহামরি কিছু না।
তবে টেস্ট ফরম্যাট ক্লাসেনের জন্য সবচেয়ে বেশি প্রিয় ফরম্যাট। কিন্তু অনেক ভেবে-চিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। যদিও গুঞ্জন রয়েছে, যথাযথ মর্যাদা না পাওয়াতেই এই ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ক্লাসেন।
অবসর নিয়ে ক্লাসেন বলেন, ‘সঠিক সিদ্ধান্ত নিচ্ছি কি না সেটি ভেবে নির্ঘুম রাত কাটানোর পর লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছি আমি। এটি কঠিন সিদ্ধান্ত ছিল কারণ এখন পর্যন্ত এটি আমার সবচেয়ে প্রিয় ফরম্যাট। মাঠ ও মাঠের বাইরে যে লড়াইয়ের মুখোমুখি হয়েছি সেগুলোই আমাকে আজকের ক্রিকেটার বানিয়েছে। অসাধারণ যাত্রা ছিল এবং আমি দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আনন্দিত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post