স্পোর্টস ডেস্ক: মাঠের যুদ্ধ শুরু হতে এখনো ঘন্টা দুয়েক বাকী। দুপুর আড়াইটায় মাঠে গড়াবে বাংলাদেশ-ইংল্যান্ডের প্রথম ওয়ানডে। কিন্তুু কিছুক্ষণ আগেই মিরপুরের মাঠে প্রবেশ করেছে ইংল্যান্ড-বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
দুপুরের দিকে হোটেল রেডিসন ব্লু থেকে আলাদা তিনটি বাসে যাত্রা করে নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে একই সঙ্গে স্টেডিয়ামে পৌঁছে দু’দল। মাঠে প্রবেশ করেই দু’প্রান্তে অনুশীলন শুরু করে দু’দেশের খেলোয়াড়।
প্রথম ওয়ানডকে নির্বিগ্ন করতে স্টেডিয়াম পাড়ায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। পুলিশ, র্যাবের কয়েক হাজার সদস্য ঘিরে রেখেছে স্টেডিয়াম পাড়া। প্রস্তুুত রয়েছে সেনাবাহিনী, বিমানবাহিনীর অত্যাধিক সশস্ত্র দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০