কনওয়ে-দুবের ব্যাটে জয়ের ধারায় ফিরল চেন্নাই

0
64

স্পোর্টস ডেস্কঃ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে জয়ে ফিরল চেন্নাই সুপার কিংস। সোমবার আগে ব্যাট করে ডেভন কনওয়ে ও শিভাম দুবের ফিফটিতে ২২৬ রানের পাহাড় গড়ে সাবেক চ্যাম্পিয়নরা। জবাব দিতে নেমে ২১৮ রানে থামে ব্যাঙ্গালোরের ইনিংস। ৮ রানের জয় পায় মাহেন্দ্র সিং ধোনির দল। আসরে এটি তাদের তৃতীয় জয়।

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় নি চেন্নাইয়ের। ওপেনার ঋতুরাজ গাইকোয়াড় ৩ রান করে ফিরে যান। এরপর ডেভন কনওয়ে ও আজিঙ্কা রাহানে ৭৪ রানের জুটি গড়েন। রাহানে খেলেন ২০ বলে তিন চার ও দুই ছক্কায় ৩৭ রানের ইনিংস। রাহানের বিদায়ের পর শিভাম দুবে ও কনওয়ে ৮০ রান যোগ করেন।

দুবে ২৭ বলে ৫২ রানের দারুণ ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে পাঁচটি ছক্কা ও দুটি চারের শট। কনওয়ে  ৪৫ বলে ৮৩ রান করে আউট হন। ছয়টি করে চার ও ছক্কা হাঁকান তিনি। পরে মঈন আলী ৯ বলে ১৯ ও রবিন্দ্র জাদেজা ৮ বলে ১০ রান করলে বড় সংগ্রহ পায় চেন্নাই। ব্যাঙ্গালোরের হয়ে ৬ বোলার নেন ১টি করে উইকেট।

জবাব দিতে নেমে শুরুতেই ফিরে যান ব্যাঙ্গালোরের বিরাট কোহলি। দলীয় ১৫ রানে প্রথম দুই উইকেট হারায় স্বাগতিকরা। এরপরই শুরু হয় ফাফ ডু প্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েলের জাদু। ১২৬ রানের জুটি গড়তে দুজনে বল খেলেছেন মোটে ৬১ টি। কিন্তু ৬২ রান করে ডু প্লেসি এবং ৭৬ রান করে ম্যাক্সওয়েল ফিরলে শেষমেশ ম্যাচটা আর জেতা হয়নি ব্যাঙ্গালোরের।

৩৩ বলে ৪ ছক্কা ও ৫ চারে ৬২ রান করেন ডু প্লেসি। ৮ ছক্কায় ঝড় তোলেন ম্যাক্সওয়েল। তাঁর ইনিংসে ছিল ৩ চারের মারও। ১৪ বলে ২৮ রান করেন দীনেশ কার্তিক। সুয়াশ প্রভুদেশাই শেষদিকে চেষ্টা করেও সফল হতে পারেন নি। ৮ রানের হার মানতে হয় ব্যাঙ্গালোরকে। চেন্নাইয়ের হয়ে তুষার দেশপান্ডে ৩ উইকেট নিয়েছেন। মাথিশা পাথিরানা নেন ২ উইকেট।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here