স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে বড় হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু হয়েছে স্বাগতিক ইংল্যান্ডের। কার্ডিফে গত রাতে আগে ব্যাট করে ইংলিশরা তোলে ৬ উইকেটে ২৯১ রান। তাড়া করতে নেমে ডেভন কনওয়ে ও ড্যারেল মিচেলের জোড়া সেঞ্চুরিতে ৮ উইকেট ও ২৬ বল হাতে রেখে টপকে যায় নিউজিল্যান্ড। এই জয়ে চার ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।
আগে ব্যাট করা ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক বাটলার। অবসর ভেঙে ফেরা স্টোকসের মতো ৫২ রান করেছেন লিয়াম লিভিংস্টোনও। এ ছাড়া ডেভিড মালান খেলেছেন ৫৪ রানের ইনিংস। তাঁর ইনিংস সাজানো ছিল ৫৩ বলে ৯ চারের মারে। ৬৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ৫২ রান করেন স্টোকস। আর বাটলারের ইনিংসে ছিল ৫ চার ও ২ ছক্কা।
এছাড়া লিভিংস্টোন খেলেছেন ঝড়ো ইনিংস। কার্ডিফের সোফিয়া গার্ডেনে মাত্র ৪০ বলে ৩টি করে ছক্কা-চারে ৫২ রান করেন এই অলরাউন্ডার। নিউজিল্যান্ডের হয়ে রাচিন রবীন্দ্র তিনটি এবং টিম সাউদি নিয়েছেন দুটি উইকেট। রান তাড়ায় ড্যারি মিচেল-ডেভন কনওয়ের রেকর্ড গড়া জুটিতে ৮ উইকেটের বড় জয় পায় নিউজিল্যান্ড। দুজনই হাঁকিয়েছেন সেঞ্চুরি।
উদ্বোধনী জুটিতে উইল ইয়াং ও কনওয়ে যোগ করেন ৬১ রান। ৩৩ বলে ২৯ রান করে ফিরেন ইয়াং। হেনরি নিকোলস ৩০ বলে ২৬ রান করে আউট হয়ে যান। এরপর কনওয়ে এবং মিচেলের বীরত্বগাথা। দুজনে মিলে অনায়াসে জয়ের দিকে এগিয়ে যেতে থাকেন। ৫৭ বলে হাফ সেঞ্চুরি পাওয়া কনওয়ে সেঞ্চুরি ছুঁয়েছেন ১১৫ বলে। তাকে দারুণভাবে সঙ্গ দেয়া মিচেল পঞ্চাশ স্পর্শ করেছেন ৫৪ বলে।
শেষ দিকে মিচেল নিজেও সেঞ্চুরি তুলে নেন। তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে ডানহাতি এই ব্যাটার খেলেছেন ৮৪ বলে। অর্থাৎ পরের পঞ্চাশ রান করতে মিচেল খেলেছেন মোটে ৩০ বল। ৮ উইকেটের জয়ের দিনে মিচেল ১১৮ এবং কনওয়ে ১১১ রানে অপরাজিত ছিলেন। তাদের রেকর্ড গড়া জুটি ১৮০ রানের। এই ম্যাচ দিয়ে ইংল্যান্ডের ওয়ানডে দলে প্রত্যাবর্তন হয়েছিল বেন স্টোকসের। কিন্তু ফেরার ম্যাচে জেতা হলো ন এই অলরাউন্ডারের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post