স্পোর্টস ডেস্কঃ ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বড় হারের স্বাদ পেল বাংলাদেশ। ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হারল সাকিব আল হাসানের দল। আগে ব্যাট করে সর্বসাকূল্যে ১৩৭ রান করে সফরকারীরা। রান তাড়ায় ডেভন কনওয়ে খেলেন ৭০ রানের দুর্দান্ত এক ইনিংস।
পাকিস্তানের বিপক্ষেও হেরেছিল বাংলাদেশ। টানা দুই হারে সিরিজে টিকে থাকার সম্ভাবনা কমে এসেছে সাকিবদের। রোববার কিউইদের জয়ে বড় অবদান রাখেন কনওয়ে। ৭০ রানের ইনিংস খেলেন তিনি ৫১ বলে। মারেন একটি ছক্কা ও ৭ চার। দ্বিতীয় ম্যাচে এসে নিউজিল্যান্ডের এটি প্রথম জয়। দুই ম্যাচ খেলার পর জয়শূন্য বাংলাদেশ।
রান তাড়ায় চতুর্থ ওভারে ফিন অ্যালেনের ক্যাচ ধরেন মোসাদ্দেক হোসেন সৈকত। ফেরার আগে ১৮ বলে ১৬ রান করেন এই কিউই ওপেনার। অ্যালেন আউট হওয়ার পর পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজ হাতে নিয়ে নেন কনওয়ে। অধিনায়ক উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে জুটি গড়েন ৮৫ রানের। হাসান মাহমুদের দুর্দান্ত ডেলিভারিতে উইলিয়ামসন ফিরে গেলে এই জুটি ভাঙে, ফেরার আগে ২৯ বলে এক বাউন্ডারিতে ৩০ রান করেন তিনি।
বাকি কাজটা সহজেই সারেন কনওয়ে এবং গ্লেন ফিলিপস। ৯ বলে দুটি চার ও দুটি ছক্কায় অপরাজিত ২৩ রান করেন তিনি। ১৮তম ওভারে শরিফুলকে টানা দুই ছক্কায় খেলা শেষ করেন ফিলিপস। বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০